কম্পিউটারের যুগ এখন, কি - TopicsExpress



          

কম্পিউটারের যুগ এখন, কি করা যায় না এই কম্পিউটারে? খারাপ অনেক কিছুও করা যায়, আর ভালটার কথা না-ই বা বললাম, আমি আমার মেয়েদের বন্ধুদের দৃষ্টি আর্কশন করছি, আচ্ছা বোন আপনারা যে প্রফাইলে নিজের picture আপলোড করেন, এটার কারনে কি হতে পারে একবার ভেবে দেখেছেন? যদি দুষ্ট প্রকৃতির মানুষ আপনার ছবিটা save করে, ঐ ছবিটা edit করে, খুব খারাপ একটা ছবি তৈরি করে সেটা নেটে ছাড়ে এতে কি আপনার সম্মান কমম্বে? না বাড়বে? আপনি বা মেনে নিলেন, আপনার শ্বামী কি এই বিষয়টা মানতে পারবে? তখন কি আপনার কিছু করার থাকবে? আমি বলি আপনার খুব কাছের কাউকে যদি আপনার ছবি দেখাতে ইচ্ছে করে, তবে তাকে আপনার একটা ছবি sms-এ send করে দিন, সে যদি ছবিটা দিয়ে খারাপ কিছু করে তবে আপনি বুঝতে পারবেন যে কে করেছে? হয়তবা আপনি মনে মনে ভাবতে পারেন যে, ছবি না দিলে আপনাকে কেউ চিনবে না? তবে আপনি তাকে একটা sms করে বলে দেন আপনার পরিচয়টা, ছবি যদি খুববেশি দিতে ইচ্ছে করে তবে ছবিটা এমন ভাবে তুলে দেন যাতে আপনার ঐ ছবি দিয়ে কিছুই করতে না পারে, হয়ত ভাবছেন ছেলেটা একলাইন বেশি বোঝে, এই অপবাদ আমি হাসি মুখে মেনে নিব, কারন কেউ একজন হয়তবা আমার এই status-টা দেখে নিজেকে সচেতন করে নিবে, তাই আজ থেকে আমার আপু মেয়ে বন্ধুরা বলে দেন.............profile-picture-এএএ,,,,,,,,,,,,,
Posted on: Wed, 03 Sep 2014 08:11:48 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015