কয়েকটি দেশের ছাত্রকে - TopicsExpress



          

কয়েকটি দেশের ছাত্রকে একই প্রশ্ন করাহল। প্রশ্নটি হল: প্রমান করে দেখাও যে, 2/10=2 জাপানি ছাত্রের উত্তর: “প্রশ্ন কোন মেশিনে ছাপাইছেন? প্রশ্ন ভুল!” এই কথা শুনে চাইনিজ ছাত্র চুপ! আমেরিকান ছাত্রের উত্তর: “প্রশ্ন কোন গাধায় করছে?!” এবার এই কথা শুনে ভারতীয় ছাত্রটিও চুপ! পাকিস্তানি ছাত্রটি দাঁত বাইর কইরা বলতে যাবে ঠিক সেই মুহুর্তেই বাংলাদেশী ছাত্রের উত্তর: বামপক্ষ থেকে পাইঃ 2/10 = Two/Ten = wo/en ; [উপরে নিচে T কাটা কাটি ] এখন, w= ইংরেজী বর্নমালার 23 নম্বর অক্ষর 0= ইংরেজী বর্নমালার 15 নম্বর অক্ষর e= ইংরেজী বর্নমালার 5 নম্বর অক্ষর n= ইংরেজী বর্নমালার 14 নম্বর অক্ষর সুতরাং =23+15/5+14 =38/19 =2 =ডানপক্ষ বামপক্ষ = ডানপক্ষ [প্রমানিত] স্যার!! ভুল ধরলে আপনারই লস হইবো!! যা কইসি মাইনা লন!!
Posted on: Thu, 25 Jul 2013 06:00:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015