কলাকে চটকালে তা হয়তো - TopicsExpress



          

কলাকে চটকালে তা হয়তো চটচটে জুস হবে, কিন্তু লেবুকে কচলালে তা তিতাই হবে; আর তিতা লেবুকে আরো কচলালে যা হবে, তা হল Flash Mob ! একই গান আর একই নাচের Step, একই খাদ্যকে অখাদ্য বানিয়ে পাবলিকের বদ হজম ঘটাচ্ছে ! বাংলাদেশে Street Dance এর আগমন সম্ভবত বাংলালিংক এর দেশ সিরিজের Advertisements মাধ্যমে । কিন্তু তাই বলে কী যেখানে- সেখানে ব্যস্ত রাস্তা বন্ধ করে নর্তন-কুদন করতে হবে ? ঢাকা শহরের কোন প্রধান রাস্তা বন্ধ করে জনগণকে ভোগান্তিতে ফেলতে হলে যে, যৌক্তিক কারণ দর্শিয়ে DMP ( Dhaka Metropolitan Police ) এর Advance Permission নিতে হয়, তা জানা আছে ? ICC T-20 World Cup 2014 আয়োজনে International Cricket Council এর সমন্বয়ক হিসেবে গ্রে Advertising Firm ১১ টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বলে তাদের Flash Mob করে জমা দিতে, মূলত তখন পর্যন্ত এটা একটা প্রতিযোগিতাই ছিল, তাও নির্দিষ্টকৃত ১১ টি বিশ্ববিদ্যালয়ের মাঝে সীমাবদ্ধ ! কিন্তু এককালে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলা বাঙালি যে আজ গলিতে গলিতে বানাচ্ছে, তাদের আসলে উদ্দেশ্যটা কী ? তারা প্রতিযোগিতায় নাম লেখানোর আগেই তো প্রতিযোগিতার Date Almost শেষ ! সুপ্রিয় নাচুনেরা, আপনাদের সুপ্ত প্রতিভা, সুপ্তই থাকুক, রাস্তায় না, ছেড়ে বাথরুমেই নাচুন আপনারা; যেখানে নেচেছেন আজীবন; জানেনই তো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত ! [ Dance at the own campus of your University if you have, Busy Roads of Dhaka is not an appropriate place for performing your Circus ] :3
Posted on: Wed, 19 Mar 2014 16:28:28 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015