কলেজে আজ একটা বিশ্রী - TopicsExpress



          

কলেজে আজ একটা বিশ্রী পরিস্থিতিতে পড়ে গেছিলাম :| ক্লাসে বসে বসে ফোন হাতাচ্ছিলাম হঠাৎ এক স্যার এসে ফোন ধরে ভাইদ প্রিন্সিপ্যাল স্যারের কাছে নিয়ে গেল। ফার্স্ট টাইম অনেক গাল গপ্প দিল।আমার অবস্তা তো পুরাই কেরোসিন :| Dip Kundu,Nahid Hassan,KaZi AsIf,Tahurul Islam Priam সহ আরোকয়েকজন গেল ফোন ফিরিয়ে দেয়ার সুপারিশ করার জন্যে। ভাবলাম ফোন ফিরায় দেবে কলেজ ছুটির পড়ে গেলে।গেলাম পরে সবাইরে বের কইরে দিয়ে ভাইস প্রিন্সিপ্যাল স্যার আমারে ডাকলো। আমি এমনিতেই ভীতু।আরো লাগতেছিল ভয়।সে আমারে কয় "তুই তো একটা নিরীহ ছেলে তুই এইসব করতে গেলি ক্যান? " তারপর একে একে চৌদ্দ গুস্টির নাম্বার নিল।ভাবলাম এত নাম্বার নিল মনে হয় কাউরে ফোন দিবে না। পট কইরে দেখি বাপরে ফোন লাগায় দিছে।আমি তো পুরাই তাজ্জব বনে গেলাম।বাপরে আচ্ছা মত কথা শুনাইলো। এখন আরো ভয় লাগতেছে বাপ তো আমার সাথে কথা কয় না।সে তো ঝাড়বেনে আম্মারে।আর আম্মা রে আমি কি কমু কিছুই বুঝতেছি না :|
Posted on: Sun, 08 Sep 2013 07:48:56 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015