কলেজের সবচে সেনসেশনাল - TopicsExpress



          

কলেজের সবচে সেনসেশনাল গল্পটা... এই #বিতর্কিত_প্রামাণ্য_উপন্যাসটি লেখার কাজ শেষ। তবে যদি সাড়া পাই তো পরের পর্বগুলো পেইজে পোস্ট করব। আর এর পর্ব- 14, 15, 16 এবং সর্বশেষ পর্ব, পর্ব- 17 লিখা এবং সম্পাদনার কাজও শেষ। তাই প্রকাশের সবটা নির্ভর করছে পাঠকদের সাড়ার উপর। এদিকে Google Play Store, Mobogeine তেও আমার 2 টা উপন্যাস, 3 টা গল্প গ্রন্থ এবং 1 কাব্যগন্থ আপলোড করেছি। এছাড়া B.Sc in Mechanical Engineering এর উপর একটা #বাংলা_পাঠ্যবই তৈরির দুঃসাহসও দেখিয়েছি! এসবের জন্য প্রায় 40,000৳ খরচ হলেও #বিনামূল্যে বিতরণ করা হবে। তবে এটাও পাঠকদের সাড়ার উপর নির্ভর করছে। ধন্যবাদ। নটরডেমিয়ানদের ভালবাসার গল্প-Love stories of Notredamians Blue & Gold - ব্লু এন্ড গোল্ড Notre Dame Writers Club লেখা পাঠাতে যোগ দাও নটর ডেম লেখককুঞ্জ - Notre Dame Writers Club শেষে ড. মিজান স্যার (বাংলা বিভাগ, নটর ডেম কলেজ, ঢাকা) এর উদ্দেশ্যে লিখছি.... স্যার, আমি আপনার মত বুদ্ধিজীবি (যা বুদ্ধি বিক্রি করে জীবিকা নির্বাহ করে) নই। গরীব এবং সস্তা মানের লেখক। আর বাংলাতে আপনার মত #PhD টাও করি নি। আপনার মত বাজারে বই বিক্রিও করি না। #টাকা_লোভে আর #নিজের_গোমর_ফাঁসের ভয়ে, আমার উদ্যোগে #নটর_ডেম_লেখককুঞ্জ_জাতীয়_সাহিত্য_ও_সংবাদ_উৎসব ভন্ডুল করতে আপনার #বিবেক ও বাধা দেয় নি! অনেক #হাজার_নটরডেমিয়ানের স্বপ্নও নির্মমভাবে #হত্যা করেছেন। আমাকে ক্লাব থেকে করেছেন #বহিঃস্কার কেবল এই উদ্যোগের জন্য।। তাই #আপনার_গালে_অদৃশ্য_থাপ্পড় একটার পর একটা পড়তে থাকবে। আল্লাহ তৌফিক দিলে, আপনাকে আমি সাহিত্য জগৎ থেকে একদিন বহিঃস্কার করবোই। 10.07.2014 বনশ্রী, ঢাকা। #1108116
Posted on: Thu, 10 Jul 2014 09:14:28 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015