কষ্ট করে লিখতে পারি আর - TopicsExpress



          

কষ্ট করে লিখতে পারি আর আপনি একটু পড়তেও পারবেন না!! অনেক গুরুত্বপূন একটা স্টাটাস.. পড়ুন, শেয়ার করুন, নয়ত কপি-পেষ্ট করুন.... :: গতকালকে এক নামধারী মাওলানা সাহেবের বাসায় দাওয়াত খেতে গিয়েছিলাম.. ওনাকে নামধারী বলেছি কারন ওনার বাসায় টি.ভি. সিডি সহ সকল গুনাহের উপকরণ আছে..!! আমি এবং আব্বু দুজনেই গিয়েছিলাম ওদিকে টি.ভি. তে গান চলছিলো! তো আমাকে দেখে টি.ভি. এর চ্যানেল পরিবর্তন করে জাকির সাহেবের পিস টি.ভি. আনলেন ভাবছিলেন আমি খুব খুঁশি হবো কিন্তু আমি তাকে অবাক করে দিয়ে বললাম ঐ গানের চ্যানেলটাই চালান, ওটা চালানো এটার চেয়ে ভালো, নয়ত টি.ভি. বন্ধ করে দিন.. উনি আমাকে কারন জিঞ্জাসা করলেন... বললাম তাহলে চ্যানেলটা চালিয়ে রাখুন এখান থেকেই জবাব দেবো..! মুখে একথা বললেও ভিতরে ভিতরে আমার খুব চিন্তা হচ্ছিলো কারন আমি আক্রোশের বশবর্তী হয়ে ঐ কথাটা বলে ফেলেছি.. তবে একটা জবাব তো ওনাকে দিতেই হবে.. তাই আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলাম.. শেষ পর্যন্ত এমন সুন্দর ভাবে জবাব দিতে পেরেছি যে নিজের কাছেই নিজের অবাক লেগেছে...!! আব্বুও অনেক খুঁশি হয়েছেন.... ঐ সময় পিস টি.ভিতে একটা ছেলে কুরআন পড়ছিলো আর ইংরেজী অনুবাদ করছিলো.. এরপরেই এলো একটা বিরতী এবং মিউজিক সহ একটা এড দিলো..! (পয়েন্ট-১) এর পরে এলেন জাকির সাহেব নিজে এবং ওনার নিজ হাতে পরিচালিত জাকাত ফান্ডে জাকাত পাঠাবার অনুরোধ করলেন..!! (পয়েন্ট-২) তারপর আবার ইসলাম(!) প্রচারের অনুষ্ঠান শুরু হলো..! অবাক ব্যাপার এবার কিছু ছেলেরা মিলে ঠিক খ্রীষ্টানদের প্রার্থনা করার মত করে একদম পরিপূন বাদ্যযন্ত্র নিয়ে ইংলীশে ইসলামী গান(!?) পরিবেশন করলো এবং সাথে হালকা ড্যান্সও আছে.!! (পয়েন্ট-৩) এই তিনটি পয়েন্ট নিয়ে ওনাকে বুঝালাম যে দেখুন আপনি পিস টিভিতে যখন মিউজিক সহ এড দেখেন তখন ভাবেন আপনার কোন গুনাহ হয় না.! অর্থাত্‍ আপনি গুনাহকে গুনাহ মনে করছেন না.. অথচ এই একই এড যদি অন্য চ্যানেলে দেখেন তখন আপনার পাপ হচ্ছে একটা মেনে নিবেন... দ্বিতীয়ত অন্য চ্যানেলে আপনার যাকাতের টাকা অবৈধ হাতানোর কোন পথ বর্ননা করে না.. আপনি এই চ্যানেলটা না দেখলে জাকাত কোথায় দিবেন সেটা আলেমদের কাছে জানতে চাইতেন.. তারা আপনাকে সঠিক পথ বলতেন আর এই পিস টিভিতে আপনার কাছ থেকে জাকাতের টাকা নিয়ে টি.ভি. চ্যানেল পরিচালনা করা হচ্ছে এবং আপনার জাকাতটাকে নষ্ট করা হচ্ছে... তৃতীয়ত এই মিউজিক অনুষ্ঠানটা মূলত খৃষ্টানদের প্রে অনুষ্ঠানের দিকে উদ্ভুদ্ধ করছে এবং তারপর আমার মোবাইলে থাকা ভ্যাটিকান সিটির একটা প্রে অনুষ্ঠান দেখালাম.. ওনি দেখেতো পুরা অবাক হয়ে গেলেন..! কারন ঠিক একই সূর একই রকমের হালকা ড্যান্স সহ অনুষ্ঠান পরিচালনা করা হচ্ছে. আর সেটাকে ইসলামী(!) বিনোদন বলে চালিয়ে দিচ্ছে...॥॥ তাই সকলেই পিস টিভি থেকে দুরে থাকুন কারন পিস মানে শান্তি অথচ এই টিভি দেখে মৃত্যুর পর শান্তি নয় শাস্তি পেতে হবে.....
Posted on: Wed, 28 Aug 2013 04:02:08 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015