কষ্ট করে হলেও একবার - TopicsExpress



          

কষ্ট করে হলেও একবার পড়ুন! একটু ফ্রি সময়ে ভাবুন তো, আপনি জীবনের কতটা পথ পেরিয়ে এলেন? এতটুকু পথ পেরিয়ে আসতে কতটুকু সময় লেগেছে? এইতো সেদিন স্কুলে ভর্তি হলেন, আর আজ? এর মাঝে কত কিছু হয়ে গেছে। হয়তো অনেক সার্টিফিকেট পাওয়া হয়ে গেছে, অনেক কিছু জেনেছেন, জানছেন, এই দুনিয়ার অনেক খবরই রাখছেন। এর মাঝে ইসলাম কে জানার জন্য কতটুকু সময় ব্যয় করা হয়েছে? জান্নাতের সার্টিফিকেট পাবার জন্য কতটুকু সময় হাদিস-কোরান পড়াশোনা করা হয়েছে? কতগুলো দিন হারিয়ে গেল, আর তাতে কয়দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় হয়েছে? হায়াত-মউতের কথা আল্লাহ্‌ জানেন, যদি সর্বোচ্চ যতদিন ধরে বেঁচে আছেন ততদিন বাঁচেন তাহলে ভাবুন, যেভাবে সময় চলে গিয়েছে এভাবেই দ্রুত সময় চলে যাবে। এখনই চোখ খুলুন, জেগে উঠুন, চলুন একসাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি, কোরান-হাদিস পড়ি, ইসলাম কে জানি, জান্নাত পাবার জন্য করনীয়-বর্জনীয় বিষয় অনুধাবন করি। খাঁটি মুসলিম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করি, যেন অমুসলিম রা দেখলে অনুভব করে, ইসলাম শান্তির ধর্ম, শৃঙ্খলার ধর্ম এবং একমাত্র সঠিক পথ। এর জন্য আপনার ইচ্ছাশক্তির খুব প্রয়োজন, আপনার ইচ্ছাশক্তিকে চেষ্টায় পরিণত করুন, ইনশাআল্লাহ্‌ সফল হবেন।যারা চেষ্টা করেও পুরোপুরি আল্লাহ্‌র রাস্তায় আসতে পারেননি তাদের চেষ্টার ঘাটতি ছিল এবং দুনিয়ার মায়াজাল থেকে পুরোপুরি বের হতে পারেন নি। হতাশ না হয়ে চেষ্টা করুন, ভাবুন দুনিয়াটা মরিচীকা আর আখিরাত অনন্তকালের যাত্রা।
Posted on: Thu, 03 Oct 2013 14:56:20 +0000

Trending Topics



:30px;">
Delta Electronics PFB0812DHE-F00 80x80x38mm Cooling Fan, 132.56
Black Friday and Cyber Monday Sales :: Ponaris Nasal Emollient -
Akpos and Musa were caught in a Northern african country, sharing
Bom Tarde Diamantes queridas! Aqui vão algumas dicas para cuidar

Recently Viewed Topics




© 2015