কুমিল্লা জিলা স্কুল। - TopicsExpress



          

কুমিল্লা জিলা স্কুল। ক্লাস সেভেন এ উঠেই মুখোমুখি হলাম বীজগণিত , জ্যামিতি আর বিজ্ঞানের। প্লাস,মাইনাস, A B C যুক্ত অঙ্ক,সেই সাথে ছোট লোহা পানিতে ডুবে যায়,কিন্তু লোহার তৈরী জাহাজ পানিতে ভাসে,আবার বরফ কেন পানিতে ভাসে? এ গুলো আমার কাছে বরাবরই অমানবিক বিষয় মনে হত। শুরু হল স্কুল পালানো। রুট রামঘাটলা টু কোটবাড়ী। মনে দূশ্চিন্তা ভবিষ্যত নিয়ে, ঠিকমত পড়া শোনা না করলে বাড়ী থেকে বের করে দিবে। বেবি ট্যাক্সি চড়ে যেতাম কোটবাড়ী,শালবন বিহার,বার্ড,লালমাই পাহাড়ে। মাথায় চিন্তা এলো ড্রাইভিং টা শিখে রাখি,ভবিষ্যতে কাজে দিতে পারে। মামাকে ম্যানেজ করে নিজেই বেবি ট্যাক্সি পাইলট হয়ে গেলাম। গেলো ১৪ বছর নিজেই গাড়ী চালাই। আরো ১০বছরের জন্য ড্রাইভিং লাইসেন্স পেয়েছি। এখনো কোন কিশোর কে অটো চালাতে দেখলেই আঁতকে উঠি, মনে হয় আমিই চালাচ্ছি।
Posted on: Tue, 11 Nov 2014 06:42:05 +0000

Recently Viewed Topics




© 2015