কুরান ও হাদীস থেকে ইসলাম - TopicsExpress



          

কুরান ও হাদীস থেকে ইসলাম প্রতিষ্ঠার জন্য যে দুইটা পদ্ধতি পাওয়া যায়ঃ ১. দাওয়াত ও তাবলীগ ২. জিহাদ ফি সাবিলিল্লাহ বিঃদ্রঃ ১ - দাওয়াত ও তাবলীগ বলতে - কুরান ও সহীহ হাদীস ভিত্তিক সঠিক দ্বীনের প্রচার ও প্রসারকে বুঝায়। ফাযায়েলে আমল থেকে মনগড়া নিজস্ব মতবাদ প্রচারের নাম তাবলীগ না। বিঃদ্রঃ ২ - জিহাদ মানে আল্লাহর কালেমাকে উঁচু করার জন্য যুদ্ধ করা। জেএমবির সন্ত্রাসী ও বোমাবাজির কার্যকলাপ জিহাদ নয়, এর নাম ফাসাদ। বিঃদ্রঃ ৩ - গণতন্ত্র একটা শিরকি, কুফুরী মতবাদ। গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার আকাশ-কুসুম কল্পনা এ আরেক বেদাত। এর নাম দ্বীন প্রতিষ্ঠা নয়, এর জন্য যুদ্ধ করাও জিহাদের অন্তর্ভুক্ত নয়। admin : আনসারুস সুন্নাহ
Posted on: Thu, 28 Nov 2013 15:48:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015