কুরআন-এর ভুল ও এর - TopicsExpress



          

কুরআন-এর ভুল ও এর বিশ্লেষণ আমি পৃথিবীতে ভারী বোঝা রেখে দিয়েছি যাতে তাদেরকে নিয়ে পৃথিবী ঝুঁকে না পড়ে এবং তাতে প্রশস্ত পথ রেখেছি, যাতে তারা পথ প্রাপ্ত হহয়। (কুরআন-২১:৩১) And We placed within the earth firmly set mountains, lest it should shift with them, and We made therein [mountain] passes [as] roads that they might be guided. (Quran-21:31) বিশ্লেষণঃ আল্লাহ্-র সমতল পৃথিবী যাতে ঝুঁকে না পড়ে তার জন্য তিনি ভারী ভারী বস্তু (যেমন: পাহাড়, শীলা, পাথর ইত্যাদি) রেখেছেন পৃথিবীর উপর। সত্যিই আল্লাহ্ পারেন। যিনি তোমাদের জন্যে পৃথিবীকে করেছেন বিছানা এবং তাতে তোমাদের জন্যে করেছেন পথ, যাতে তোমরা গন্তব্যস্থলে পৌঁছতে পার। (কুরআন-৪৩:১০) [The one] who has made for you the earth a bed and made for you upon it roads that you might be guided. (Quran-43:10) বিশ্লেষণঃ আল্লাহ্ বিশাল কারিগর। তিনি আমাদের জন্য পৃথিবীকে বিছানা বানিয়েছেন। যেমন আমারা আমাদের ঘরের মেঝেতে কার্পেট বা খাটের উপর বিছানা পাতি ঠিক তেমন। এবং তিনি তার উপর স্থাপন করেছেন পথ যেন আমরা গন্তব্যে পৌঁছতে পারি। যদিও পথ কেউ তৈরি করতে হয় না। মানুষ হাঁটতে হাঁটতে তা পথে পরিনত হয়। কিছু মানুষ যদি আমাজন জ্ঙ্গলের মধ্যদিয়েও কিছুদিন হাঁটে সেখানেও একটা পথ তৈরি হবে। যদিও আল্লাহ্ বিশ্বাস করেন তিনিই আগে থেকে সব পথঘাট তৈরি করে রেখেছেন। আমি কি করিনি ভূমিকে বিছানা এবং পর্বতমালাকে পেরেক? (কুরআন-৭৮:৬-৭) Have We not made the earth a resting place and the mountains as stakes? (Quran-78:6-7) বিশ্লেষণঃ পুরানা ভূয়া পেঁচাল আবার এখানেও করেছেন যে তিনি ভূমিকে করেছেন বিছানা। আর পর্বতমালাকে পেরেক করেছেন অর্থাৎ যেমন আমরা কাঠে পেরেক গেঁথে রাখি ঠিক তেমনি তিনি পাহাড়তে ভূমির উপর গেঁথে রেখেছেন যাতে পৃথিবী ঝুঁকে না পড়ে। আমি ভূমিকে বিছিয়েছি। আমি কত সুন্দরভাবেই না বিছাতে সক্ষম। (কুরআন-৫১:৪৮) And the earth We have spread out, and excellent is the preparer. (Quran-51:48) বিশ্লেষণঃ অবশ্যই তিনি ভাল বিছানা পাততে জানেন। [হাঁসি চাইপা রাখতে পাতেছিনা, দাঁতের ফাঁক দিয়া হাঁসি বাহির হইয়া যাইতাছে] এবং তিনি পৃথিবীর উপর বোঝা রেখেছেন যে, কখনো যেন তা তোমাদেরকে নিয়ে হেলে- দুলে না পড়ে। (কুরআন-১৬:১৫) And He has cast into the earth firmly set mountains, lest it shift with you. (Quran-16:15) বিশ্লেষণঃ পুরনা ভূয়া পেঁচাল। নির্মান করেছি তোমাদের মাথার উপর মজবুত সপ্ত-আকাশ। (কুরআন-৭৮:১২) And constructed above you seven strong [heavens] (Quran-78:12) বিশ্লেষণঃ আকাশ নাকি আবার মজবুত হয়। [ওরে কে আছিস, আমরে ধর, আমার মাথা ঘুরায়] তাও আবার একটা দু’টা না পুরা সাতটা। তিনিই তোমাদেরকে বিদ্যুৎ দেখান ভয়ের জন্যে এবং আশার জন্যে এবং উক্ষিত করেন ঘন মেঘমালা। (কুরআন-১৩:১২) It is He who shows you lightening, [causing] fear and aspiration, and generates the heavy clouds. (Quran-13:12) বিশ্লেষণঃ জ্ঞানী মাত্রই জানে মেঘে মেঘে ঘর্ষনের ফলে বিজলি বা বিদ্যুৎ চমকায়। কত বড় মুর্খ্য হলে মোল্লারা এইসব বিশ্বাস করে তা আমার জানা নাই। আল্লহ্ বলেন তিনি বিদ্যুৎ চমকান যাতে আমরা ভয় পাই। কে কে বিদ্যুৎ চমকালে ভয়ে মায়ে আঁচলের নিচে ডুকেন হাত তুলেন দেখি....। তিনি খুঁটি ব্যতীত আকাশমন্ডলী সৃষ্টি করেছেন; তোমরা তা দেখছ। (কুরআন-৩১:১০) He created the heavens without pillars that you see. (Quran-31:10) বিশ্লেষণঃ [ওরে আমার আল্লারে, কী ক্ষমতা আপনের, আপনে এত্ত বড় আকাশরে খুঁটি ছাড়া কেমনে মাথার উপর ধরে রাখছেন?] যদিও আমরা জানি আকাশ বলে কিছুই নাই। বায়ুর আবরণকেই আমরা আকাশ বলি। এই বায়ুর আবরণ কে ধরে রাখার জন্য কোন খুঁটির ধরকার আছে কি? যদিও এই বায়ুর আবরণ মাটির সাথে মিশে আছে তবে তা ধরে রাখার জন্য খুঁটি দরকার কিসের বা খুঁটি ছাড়াওকী তা মাথার উপর থাকা সম্ভভ, যেখানে আকাশ বলে কিছুই নাই। কুরআনে আকাশ, পৃথিবী, সূর্য্য, চাঁদ নিয়ে যে কত ভূল আছে, সবই উল্লেখ আছে YouTube এর এই ভিডিওতে। সময় থাকলে দেখে নিবেন। youtube/ watch?v=_FaNg_nx qns&feature=rel ated The Quran - Muhammads flat Earth youtube
Posted on: Sun, 19 Oct 2014 11:05:38 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015