কৃিষ প্রকৌশল ও কারিগরি - TopicsExpress



          

কৃিষ প্রকৌশল ও কারিগরি অনুষদ।।।।।।।।।!।!।!। # এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং একবিংশ শতাব্দীর চ্যালঞ্জে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা , বর্তমান বিশ্বে নিজেকে প্রমাণ করার , বিশ্বের দরবারে নিজেকে মেলে ধরার মত একটি অনুষদের নাম এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং . অনুষদটি গড়ে উঠেছে ৫ টি DEPTএর সমন্বয়ে . 1. Irrigation and water management 2.Farm power machinaries 3.Computer science & engineering 4.Agricultural Constraction and Environmental Engineering 5.Food Engineering and technology এই অনুষদগুলো থেকে তুমি বিএসসি কম্পলিট করা মানে একসাথে তুমি একজন দক্ষ প্রগ্রামার , মেকানিক্যাল ইঞ্জিনিয়ার , সিভিল ইঞ্জিনিয়ার , পানি বিজ্ঞানী , ফুড ইঞ্জিনিয়ার. হয়ে উঠা। B.Sc. Complete করার পর এই ৫ টি dept হতে যে কোন একটি নিয়ে দেশের যে কোন পাবলিক (BUET,KUET,CUET.DU,SUST etc)/ প্রাইভেট ইউনিভার্সিটি থেকে M.Sc. করতে পারবে। # জব -সেক্টর প্রথমেই বলতেছি উল্লেখিত সাবজেক্ট গুলো সম্পর্কে কারো নূন্যতম ধারণা থাকলে নিজেই বুঝতে পারবে তার জব facility কতটা? সামান্যতম ধারণা তাকলে তার জব নিয়ে চিন্তা করতে হবে না। তারপর ও একজন ইঞ্জিনিয়ার হিসেবে কিছুটা বলছি সাবজেক্ট এর জব Agriculural indastries ,food industries , private multinational company, bank job , university lecturer, water devolopment board, electric devolopment board,BRDC,semi-official job ,and agricultural research centre(like BARI ,BIRI, BINA ,BJRC, BTRI, DAE, ATI etc), power plant. different type of NGOS job and other private jobs বিদেশে এই sub er demand যে কত huge একটু নেট ঘাটাঘাটি করলেই তুমি সেটা বুঝতে পারবা তাছাড়া উন্নত বিশ্বের সব দেশ (America, Australiya, Canada, UK, European union) থেকে 100% schoolarship নিয়ে উল্লেখিত যে কোন সাবজেক্ট এ M.Sc , P.hd করার সুযোগ। # উল্লেখ্য subject টি পড়তে হলে তোমাকে ভালো মেথমেটিক্স জানতে হবে , কারণ সাবজেক্টটি সম্পূর্ণ মেথমেটিক্স ডিপেন্ড। কৃিষ বিশ্ববদ্যালয়ের একমাএ subjct যেটি তে মুখস্থ বিদ্যার চেয়ে ম্যাথ মেটিকাল বিদ্যার প্রাধান্য বেশি এবং এটি ই একমাএ suject যেটি পড়ে তুমি কৃিষবিদ ও ইঞ্জিনীয়ার উভয় সম্মান লাভ করতে পারবে। পরিশেষে একটা মজার কথা বলতে চাই তা হল প্রতি বছর বাংলাদেশে মাএ ১00 -১২০ জন ছাএ এই dgree cmptl করে বের হওয়ার সুযোগ পায়। so job এর সংখ্যার তুলনায় compititn খুবই কম। অপার সম্ভাবনাময় এই অনুষদের নতুন সদস্যদরের সাদরে গ্রহন করে নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে AET Family. সবার জন্য অনেক শুভ কামনা রইল, ধন্যবাদ। Writer — Md Shahed Redwan 3rd btch Editor - Monish Munna 2nd btch. FACULTY OF AGRICULTURAL ENGINEERING & TECHNOLOGY
Posted on: Wed, 24 Dec 2014 14:23:48 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015