কৃষক চাচা টু পাশ লেখাপড়া - TopicsExpress



          

কৃষক চাচা টু পাশ লেখাপড়া কম বলে সবার দ্বারা অবহেলিত। তাই এই দুঃখ ঘোচাতে ইংল্যান্ড গেলেন লেখাপড়ার জন্য। এ জন্য চাচার বাংলা নাম নাকি পরিবর্তন করতে হয়েছে। :p চাচা হয়ে গেলেন MD Tofazzal Hossain এখন চাচাকে কেউ চিনেনা। যারা উনাকে চিনেন তারা তো চিনলেন ই আর বাকিরা এই মূর্খ লোকটাকে এড মারেন। বান্দায় নালায়েক নামের এতো ভদ্র ছেলেটা কেন যে নিজের নাম এটা রাখলো তা বুঝতে আমার অনেক চিন্তা করতে হয়েছিল। ছেলেটা আসলেই অনেক ভালো। নামের সাথে না গেলেই ভালো। এড করে নিন। অতন্দ্র প্রহরী খুব ভদ্র পোলা। অনেক দিন আইডি ডিএক্টিভ ছিল আওয়ামী রক্ত চক্ষুর জন্য। তাকে ও এড করুন। ব্লগার এন্টিবায়েকটিক হিমু সবাইকে খুব সম্মান করে। ছেলেটা ভালো। তাকে ও লিস্টে রাখতে পারেন। মূর্খ সমালোচক লোকটা উপরের তোফাজ্জলের সত্যিকার ইতিহাস নিয়ে লেখালেখি করে। তাই তোফাজ্জলের লাইফের সত্যিকার ইতিহাস জানতে তাকে ও এড করুন। :p
Posted on: Mon, 01 Dec 2014 06:05:56 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015