কৃসমাস, ইটস আ মাইলস্টোন - TopicsExpress



          

কৃসমাস, ইটস আ মাইলস্টোন ফর মি -রাজিব হোসেন পাভেল গত বছর ঠিক এইদিনে অস্ট্রেলিয়ার একজন আমাকে কিছু অপারেশনাল ব্লুপৃন্ট ডকুমেন্ট দিয়ে হারিয়েই গেলেন| শুধু এতটুকুই বলে গেলেন যদি পার সিস্টেমটা ডেভেলপ কর| আমরা বাংলাদেশের মানুষজন| আমাদের বুদ্ধিবৃত্তির প্রতি উন্নত বিশ্বের মানুষের আস্থা কম| তার উপরে একটি পরিসংখ্যান দেই| ১. আমরা একটানা ১৬০ সপ্তাহ কষ্ট করেছি(160 weeks in a streak)| ইংল্যান্ড এবং ক্যালিফোর্নিয়ার দুই কোম্পানি যথাক্রমে জিপিএস এবং এভিয়েশন ফার্মে দূরবর্তী কর্মচারি (কর্মচারিই বলব- হেন কিছু নেই আমি করিনি) হিসেবে রাতের পর রাত আমি কাজ করেছি| ২. আমাদের হয়ে যারা কাজ করতেন এবং করেন আমি কোনদিন তাদের কাছে কিছু প্রত্যাশা করিনি| তারা এখন উপযোগী হয়ে উঠেছেন| দীর্ঘ তিনবছর তাদেরকে আমরা টেনে নিয়ে গিয়েছি| কখনো একবারের জন্যে আমি কিছু বলিনি | আমরা বোকা নই| তারা পাশে ছিলেন এতেই আমরা আনন্দিত| ৩. জিপিএস-সেল টাওয়ার-ওয়াইফাই বেসড সিস্টেম ডেভেলপ করলাম| গাড়ি দূর্ঘটনায় সবকিছু শেষ হয়ে গেল| আপনি বিপদে পড়লে এটি থেকে বের হতে পারবেন না| যখনই বের হয়ে যেতে চাইবেন, সমস্যা আপনাকে আকড়ে ধরবে| ৪. মার্কেটপ্লেস অ্যাপ্লিকেশন বানালাম| It earned a lot. বন্ধুর মা ক্যান্সারে আক্রান্ত| আমরা আমাদের ভাগের সমস্ত টাকা নিঃশর্তভাবে দিয়ে দিলাম| আমরা মনে করেছি এটি আমরা বানাইনি| ৫. আমরা ৬৮ লাখ টাকা দিয়ে সোর্সকোড কিনলাম| কিনলাম এই শর্তে-(i) We have the Exclusive Rights to modify (ii) We will not expose their brand in our product and expose the name of the selling company verbally or in any means thereof. আমরা কখনোই আমাদের স্বপ্নের সাথে আপোষ করিনি| Seems like crazy but it was essential for us. ভাবলাম ৫০ গেছে, ৭০ গেলে কি আর হবে| সমস্যায় থাকতে থাকতে এগুলোতে আর কিছু মনে হয় না| ৬. প্রতিটি অসুবিধার একটি সুবিধাও থাকে| সমস্ত কাজ আমরা দুজন করেছি| ১৬০ সপ্তাহই আমরা ঘুমাইনি| আমরা ২০ ঘন্টাই প্রতিদিন কাজ করতাম| আমাদের ধৈর্য প্রবল| এটি প্রমানিত| আমরা সকাল আর গভীর রাতের পার্থক্য বুঝি না| সকল সময়েই একই অনুভূতি| আমাদের জ্ঞান এখন একটি বিশালকায় কোম্পানি চালানোর সক্ষমতা অর্জন করেছে| ৭. নগদ টাকা ৪৫ লাখ চোখের পলকে হাওয়া হয়ে গিয়েছিল| আমার টেবিলটিই ছিল ৭০ হাজার টাকার| কম্পিউটার তো আমার নিজেরই ছয়-সাতটি লাগে-ম্যাক, এইচপি, এসার, স্যামসাং হচ্ছে ল্যাপটপ, আর রিমোট দুটো লিনাক্স মেশিন থাকবেই| জীবনে কোনদিন আমার মা-বাবা বাজার করতেই দেননি| সেই মানুষ আমি যে কিভাবে এত কষ্ট করলাম ভাবতেই অবাক লাগে| আর কষ্ট করতে হবে না| আমরা কষ্ট করেছি কারন আমরা অল্পে তুষ্ট হই না| আমাদের সামাজিক-পারিবারিক দায়বদ্ধতা আছে| হ্যাঁ, এই একবছরে আমি ঐ ভদ্রলোকের সিস্টেমও ডেভেলপ করেছি| যদি কোনদিন আসেন আমি তাকে তার সমস্তকিছু বুঝিয়ে দিব| এখন আমরা বলতেই পারি- We have overcome. Now its going to exponentially grow. We have gained our base platform. The systems we have built are quite complex and I hope 2-3 will be in top 10 list in their respective domain. Happy Christmas!
Posted on: Fri, 26 Dec 2014 00:08:05 +0000

Trending Topics



The Pan African Spelling Bee has been created to help elevate the
Recruiting in your area NOW ! Work from home and earn up to $3000
Toto LT183-01 Curva Undercounter Lavatory, Cotton 7CG9H2O Toto
Area Rug 3x5 Rectangle Contemporary Desert Color - Prairie Prairie
Cyber Monday Sales 2014 AMD Radeon R7 Series 480GB 2.5-Inch SATA

Recently Viewed Topics




© 2015