ক্বুলহু আল্লাহু আহাদ। - TopicsExpress



          

ক্বুলহু আল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ওয়া লাম ইয়া কুল্লাহু কুফুওয়ান আহাদ। সুরা ইখলাস: বাংলা অনুবাদ . বলুন, তিনি আল্লাহ, এক, Say (O Muhammad (Peace be upon him)): ”He is Allah, (the) One. ২. আল্লাহ অমুখাপেক্ষী, Allah-us-Samad. (The Self-Sufficient Master, Whom all creatures need, He neither eats nor drinks). ৩. তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি ”He begets not, nor was He begotten; ৪. এবং তার সমতুল্য কেউ নেই। ”And there is none co-equal or comparable unto Him.” সুরা ইখলাস কুরআন শরীফের সবচেয়ে সম্মানিত সুরার মধ্যে একটি। সুরা ইখলাস পড়লে আল্লাহ কুরআন শরীফের দশ পারা পড়ার সওয়াব পাওয়া যায়। রাসুল সা: এর সময় একবার এক এলাকার একজন ইমাম সাহেবের নামে বিচার এল। বিচারের দাবী ছিল যে সেই সাহাবী প্রতি ওয়াক্ত নামাজে শুধু সুরা ইখলাস পড়ত। এই প্রসংগে সেই সাহাবীকে তিনি জিগ্গাসা করলে সাহাবী বলেন হে আল্লাহর রাসুল সা: সুরা ইখলাসে আল্লাহর শ্রেষ্ঠত্ব এমনভাবে বর্নিত আছে যে এই সুরা আমার অনেক ভাল লাগে। তাই আমি সব নামাজে এই সুরা পড়ি। এই কথা শুনে আল্লাহ রাসুল সা: কিছু বলার আগেই আল্লাহ বলে পাঠালেন যে শুধু তার সুরা ইখলাসের প্রতি এই ভালবাসাই তার জন্য জান্নাত নিশ্চত করে দিয়েছে।
Posted on: Fri, 26 Jul 2013 21:46:18 +0000

Trending Topics



min-height:30px;">
onda civic eg hatch b16 Eg4 body(japan) B16a

Recently Viewed Topics




© 2015