ক্যালিফোর্নিয়ার ডেথ - TopicsExpress



          

ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের সমতল ভুমিতে কিছু পাথর দেখা যায় যেগুলো কোনো রকম মানুষ বা প্রানীর হস্তক্ষেপ ছাড়াই একস্থান থেকে অপর স্থানে ঘুরে বেড়ায় এবং এদের যাওয়ার পথে চিহ্নরেখা রেখে যায়! এধরনের আচরণের কারনে পাথরগুলোকে sailing stone, sliding stone বা gliding stone (পিছলে যাওয়া পাথর) বলা হয়। চিহ্নরেখাগুলো পর্যবেক্ষণ করলে দেখা যায় এদের গতিপথ নিজে নিজে পরিবর্তিত হয়েও যেতে পারে। তবে এই সরণ চোখে পর্যবেক্ষণ করা দুঃসাধ্য কেননা পাথরগুলো অধিকাংশ সময়ই (বছরাধিক কালও হতে পারে) স্থির থাকে এবং হঠাৎ হঠাৎ কয়েক সেকেন্ডের জন্য সচল থাকে। গত এক শতাব্দী যাবৎ গবেষকরা এই ঘটনার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি গ্রহণযোগ্য বা প্রমাণিত কোনো ঘটন-কৌশল পাওয়া যায় নি। তবে সর্বশেষ ধারনা অনুযায়ী পাথরগুলোর নিচে শিশির জনিত কারনে এবং নিন্মতাপমাত্রায় পাতলা বরফের আচ্ছাদন তৈরি হয় যা একে ভুমি সাপেক্ষে পিচ্ছিল করে তোলে এবং বায়ু প্রবাহ এদেরকে কিছুটা স্থানান্তরিত করে দেয়।
Posted on: Tue, 12 Aug 2014 06:27:12 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015