ক্রমশ একা হয়ে পড়ছে - TopicsExpress



          

ক্রমশ একা হয়ে পড়ছে হাসিনা! আন্তর্জাতিক খেলা শেষ এবার ভারতকে নিয়ে খেলতে চেয়ে তাও ফেল তার উপর মরার উপর খাড়ার ঘা তোফায়েল আমু হাসিনার হযবরল সরকারে থাকতে অস্বীকৃতি। ইনু আর মঞ্জু ছাড়া আর কাউকে পাওয়া যাচ্ছে না। প্রাণ ভোমরা ভারতও হাসিনার একাকীত্বে বিরক্ত। এত লোড সামাল দেয়া কঠিন। তার উপর মার্কিন ও চীনের চাপ। এদিকে মন্ত্রিসভা পদত্যাগের পরে চুড়ান্ত লেজেগোরবে দশা। পদত্যাগী মন্ত্রীরা ঘরে বাইরে অস্বস্তির মধ্যে দিনাতিপাত করছে। অফিসে গেলে অফিসাররা বিব্রত, সই করে না ফাইলে। রাজনীতি এমনকি বাসা বাড়িতে সবাই বাকা চোখে দেখছে। মোট কথা, চুড়ান্ত অস্বস্তিকর দশা।
Posted on: Wed, 13 Nov 2013 09:49:53 +0000

Trending Topics



>

Recently Viewed Topics




© 2015