ক্লান্ত চোখ সাধারণ - TopicsExpress



          

ক্লান্ত চোখ সাধারণ দৃষ্টিতে একটু ম্লান দেখায়। আবার কারো কারো চোখের নীচে একটু ফোলা ভাব থাকার কারণে সঠিক আইশ্যাডোর রঙ নির্বাচন করতে পারেন না আর ঠোঁট মোটা ও পুরু হওয়ার কারণে লিপস্টিক ছড়িয়ে যাবার বিড়ম্বনায় পড়তে হয়। এই ধরনের পরিস্থিতিতে যাদের প্রায়ই পড়তে হয়, আজকের আর্টিকেলটি তাদের জন্য। ধূসর, বেগুনি, খয়েরি এসব গাঢ় রঙের আইশ্যাডো দিনে যতটা পারবেন এড়িয়ে চলুন। এর বদলে নিন শিমারি আইশ্যাডো। নীল, গোলাপি, হালকা বাদামি, সিলভার, সবুজ জাতীয় pastle রঙ ব্যবহার করুন। কারণ এসব রঙ চোখের ক্লান্তি কাটিয়ে আনবে এক উজ্জ্বল দীপ্তি। MUA pretty pastle palette হবে দিনের বেলা এই জাতীয় চোখের মেকাপের জন্য আদর্শ। রাতের জন্য MUA undressed. সাধারণ বা জমকালো সাজের জন্য এটিই যথেষ্ট। অনলাইন পেজ গুলোতে ৬৫০-৮০০ এর মধ্যেই পেয়ে যাবেন । প্রতিদিন ব্যবহারের মোটামুটি সব রঙই আছে এখানে। দিনের বেলা চোখের পাতা জুড়ে সফট কালার শ্যাডো লাগান। চোখের ভেতরের কোণায় চিকন করে আইলাইনার লাগিয়ে চোখের বাইরের কোণায় ক্রমশ মোটা করে রেখা টানুন। এতে চোখ কিছুটা উজ্জ্বল দেখাবে। একই ভাবে চোখের ভেতরের কোণায় সরু করে কাজলের রেখা টানুন, বাইরের কোণায় আঙ্গুলের ডগা দয়ে ঘষে একটু স্মাজ করে দিন। কয়েকবার অনুশীলন করলেই রপ্ত করতে পারবেন। দিনে ব্যবহার করুন ট্রান্সপ্যারেন্ট মাস্কারা। রাতের জন্য ব্যবহার করুন ব্রোঞ্জ, গোল্ডেন, কপার কালার। গোল্ডেন পার্ল বা সাদা শিমার দিয়ে হাইলাইট করে নিন brow bone. চোখের ভেতরের কোণাতেও গোল্ডেন শ্যাডো দিন অল্প করে। এতে চোখ উজ্জ্বল আর প্রানবন্ত দেখাবে। কাজল আর মাস্কারার ঘন প্রলেপ দিন চোখে। রাতে একটু মোটা করে আইলাইনার বেশ গর্জিয়াস লুক এনে দেবে চোখে। ফোলা চোখে কাজল ছড়িয়ে যাবার প্রবনতা খুব বেশি। অল্প একটু কালো শ্যাডো ব্রাশে নিয়ে কাজলের ঠিক নিচে হালকা রেখা টেনে মিশিয়ে দিন। দেখবেন কাজল ছড়াবেনা বা ছড়িয়ে গেলেও খুব একটা চোখে পড়বেনা। shajgoj/2013/12/7609/
Posted on: Thu, 14 Aug 2014 04:40:40 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015