ক্লাস টেনে এক সুন্দরীর - TopicsExpress



          

ক্লাস টেনে এক সুন্দরীর কাছে ছ্যাক খাওয়ার পর আর প্রেম করা হয়ে ওঠে - নি।এডমিশনের জন্য কোচিং করছিলাম।ব্যাচে ছেলেদের সাথে মেয়েও ছিল কিছু। এই কিছু মেয়েদের মধ্যে একজনকে বেশ কিছুদিন থেকেই লক্ষ্য করছিলাম।মেয়েটা একটু মোটা কিন্তু অনেক সুইট।বিশেষ করে যখন হাসছে তখন মনে হচ্ছে, না না আর দেরি করলে চলবে না,এক্ষুনি যেয়ে ওকে "লাভ ইউ" বলতে হবে।পাছে অন্য কেউ আবার প্রোপোজ করে ফেলে!! সেদিনের কথা শুনুন- ও বসেছে লাস্ট বেঞ্চের সামনেরটায়,আমি তার পিছনের টাতে বসলাম।তখনো ভাইয়া (যিনি পড়ান) আসে নি।সবাই গল্প গুজব করছে।আমি একটা চিরকুট লিখে ওকে দিলাম। -এই মেয়ে,তোমার নাম টা যেন কি? (দিয়ে ভয়ে কাঁপছিলাম,কিন্তু ওর মুখে কিঞ্চিত হাসির আভাস,ও চিরকুটের অপর পাশে লিখল) -ফারিহা,তোমার নাম .. See more
Posted on: Wed, 18 Sep 2013 18:45:11 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015