ক্লাস টুর পরীক্ষা ছিল । - TopicsExpress



          

ক্লাস টুর পরীক্ষা ছিল । গেলাম ভার্সিটিতে । এক পরিচিত মেয়ে ফুল দিয়ে বলে,আই লাভ ইউ । খুশি হয়ে আমিও বললাম,আই লাভ ইউ টু এরপর সে বলে : . . . . . . . . . . . . আই লাভ ইউ ভাই হিসেবে । ছোটবেলায় আপনার মত একটা ভাই ছিল কিন্তু কুতকুত খেলতে গিয়ে সে হারিয়ে গেছে । আপনাকে দেখলেই তার কথা মনে পড়ে তার কথা শুনে আর কিছু বললাম ন । পুরাই বদনা হয়ে গেলাম । তাই বাসায় আসার সময় বদনা কিনে আনলাম ।
Posted on: Sat, 09 Nov 2013 06:41:58 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015