কয়েকটি টিপস্ ফলো করলে - TopicsExpress



          

কয়েকটি টিপস্ ফলো করলে ব্লগ খাওয়ার হাত থেকে বাচতে পারবেন ১. একদিনে ৮টির বেশি fr request পাঠাবেন না। ২. পারলে যারা mutual fr বেশি আছে তাদের fr request পাঠান। ৩. এক ঘন্টাতে ৩টির বেশি request পাঠাবেন না। ৪. পারলে পরিচিত মানুষদের রিকোয়েস্ট পাঠান। ৫. এমন কাউকে রিকোয়েস্ট না পাঠালে ভাল হয়,যে আপনার রিকোয়েস্ট এ্যাসেপ্ট করবে না। ৬. যদি দেখেন যে আপনার রিকোয়েস্ট এ্যাসেপ্ট হচ্ছে না তেমন, তাহলে কয়েকদিন পাঠানো বন্ধ করুন। ৭. অনেক সময় কাউকে রিকোয়েস্ট পাঠাতে গেলে ফেসবুক জিজ্ঞাসা করে আপনি আসলে বাস্তবে চেনেন কিনা? এমন পশ্ন করলে confirm click না করে cancel করে দেওয়া উচিত। আমার মনে হয় এই নিয়ম গুলো মেনে চললে আপনার ব্লগ খাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে।
Posted on: Wed, 02 Oct 2013 06:21:14 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015