কয়েকদিন ধরে এক অদ্ভূত - TopicsExpress



          

কয়েকদিন ধরে এক অদ্ভূত ঘটনা ঘটছে। ১৫ বছর ধরে আমি নিশাচর। অথচ গত কয়েকদিন সাড়ে নয়টা বা বড়জোর দশটা এর ভিতর প্রচন্ড ঘুম পায়। ঘটনাটা এমন যে আমি গত দুইদিন রাতে কিছু না খেয়ে ঘুমিয়ে গেছি। আবার ভোর চারটায় ঘুম ভাঙলে আর ফজরের পর চেষ্টা করেও ঘুমাতে পারছিনা। এই কিছুদিন আগেও বেলা বারটায় ঘুম থেকে উঠতাম। মাথার মধ্যে এই কয়দিনের অতীব সুন্দর চান্দের আলো ঢুকল নাকি বুঝলাম না।
Posted on: Tue, 19 Nov 2013 00:57:30 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015