খোঁজ-খবর নিয়ে যতোখানি - TopicsExpress



          

খোঁজ-খবর নিয়ে যতোখানি জানতে পেরেছি, Muslim Aid UK ই গাজাতে সাহায্য পাঠানোর জন্য সবচেয়ে রিলাইয়েবল সোর্স বি ইযনিল্লাহ। সবার কাছে এই কথাটি পৌঁছে দিন যেন আমরা সবাই গাজার ভাইবোনদের বিপদের সময় তাদেরকে সাহায্য করার কাজে শরীক হতে পারি! Mir Sajjad ভাই Muslim Aid এর মাধ্যমে গাজায় ডোনেশন পাঠানোর বিষয়ে বিস্তারিত বলেছেন। উনি মুসলিম এইড চট্রগ্রাম বিভাগের প্রধানের সাথে এই ব্যাপার নিয়ে কথা বলতে দেখা করেছেন। উনার সাথে কথা বলার সময় পুরো ব্যাপারটা কয়েকবার নিশ্চিত করে নেওয়া হয়েছে। তাই আমরা আশা রাখি যে ফিলিস্তিনের গাজার মুসলিম ভাইবোনদের জন্য আমাদের পাঠানো সাহায্য সঠিক ক্ষেত্রেই ব্যবহার হবে। আল্লাহ সহজ করুন। [মুসলিম এইড চট্রগ্রাম বিভাগের প্রধান যা বলেছেন, সেটা প্রথম কমেন্টে দেওয়া হলো।] এছাড়া অনেক ভাইবোন পরিচিত মানুষদের কাছ থেকে ডোনেশন কালেক্ট করছেন। তাদের সবার টাকা একত্র করে আমরা Muslim Aid UK তে পাঠিয়ে দিবো ইনশা আল্লাহ। ব্যক্তিগতভাবে কেউ চাইলে আমাকে টাকা পাঠাতে পারেন, আমি সরাসরি সেগুলো লন্ডনের Muslim Aid এ পাঠিয়ে দিবো (ইনবক্সে যোগাযোগ করুন)। আর ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে চাইলে নিম্নোক্ত একাউন্টে পাঠাতে হবে ... Muslim Aid এ সাহায্য পাঠানোর ঠিকানা:- # Bank Name : Islami Bank Bangladesh Limited Account Name : Muslim Aid Institute of Technology Account No : 20501930201909001 CDA Avenue Branch , Chittagong MCash: 01818-131298(Abdullah Al-Mamun) # Chittagong Head Office Address : House No : 1/d , Road No: 8, Khulshi Green Society , Khulshi , Chittagong . e-mail : [email protected] # Dhaka Office : Muslim Aid Bangladesh Field office , House no 13 , Road No 27 , Block J , Banani Dhaka . Telephone : 02-8836221, +8802-8836421 Fax: +880 2 8821368 সার্বিক যোগাযোগ : আব্দুল্লাহ আল-মামুন(মুসলিম এইড চট্রগ্রাম বিভাগীয় প্রধান) , ফোন : ০১৮১৮- ১৩১২৯৮
Posted on: Tue, 15 Jul 2014 17:39:12 +0000

Trending Topics



v>

Recently Viewed Topics




© 2015