খালেদা জিয়ার গাড়িতে - TopicsExpress



          

খালেদা জিয়ার গাড়িতে হামলার পর এডিসি মেহেদী ও সাংবাদিকদের কথোপকথন। সাংবাদিকঃ- বেগম খালেদা জিয়ার গাড়িতে হামলা চালালেন কেন? মেহেদীঃ- তাঁর গাড়ি আসার সময় কর্তব্যরত এক পুলিশকে ধাক্কা দিয়ে আহত করার চেষ্টা করেছে তাই আমরা থামিয়েছিলাম গাড়ি। সাংবাদিকঃ- তাহলে ড্রাইভারকে না ধরে গাড়ির ভেতর থেকে যুবদলের নেতাকে কেন আটক করলেন? মেহেদীঃ- ড্রাইভার পলাতক (ড্রাইভার গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে নিয়ে যায়। পুলিশ গাড়ির কাচ ভেঙে দিলে তার হাতে কাচ ঢুকে সে আহত হয়) সাংবাদিকঃ- কই,ড্রাইভার তো গাড়ি চালিয়ে চলে গেলো,আর আপনারা তো তাকে ধরেছিলেন। মেহেদীঃ- ধরার পর দৌড়ে পালিয়েছে --------- নাহ এসব কোন মগের মুল্লুকের পুলিশের কথা নয়,এটি বাংলাদেশের পুলিশের এক শীর্ষ কর্মকর্তার ভাষ্য। আমার ধারণা সোমালিয়া,সেনেগ াল,ঘানার মানুষ আমাদের চেয়ে বেশী শান্তিতে ও নিরাপদে আছে এখন। যে দেশে পুলিশ প্রধান বিরোধী দলের চেয়ারপার্সনের গাড়ির কাচ ভেঙে চেয়ারপার্সনের পাশে বসে থাকা নেতাকে ধরে নিয়ে যায়,চেয়ারপার্সন ড্রাইভারকে আহত করে,আবার একটু পরেই পুলিশের এসিসট্যান্ট ডেপুটি কমিশনার এরকম নির্লজ্জ মিথ্যা বিবৃতি দেয়,ধরে নিতে হবে যে সেই দেশের সরকারদলীয় মানুষ বাদে কারোরই বেডরুমের নিরাপত্তাও নেই…
Posted on: Wed, 23 Oct 2013 07:44:32 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015