খালেদা জিয়ার পলিটিকস - TopicsExpress



          

খালেদা জিয়ার পলিটিকস বুঝার ক্ষেমতা আম্লীগের হাম্বাগুলার নায়। পয়েন্টগুলো খেয়াল করুনঃ ১)যেহেতু খালেদা জিয়া একটি ফর্মূলা দিয়েছেন তার মানে পরে কোন বড় ধরনের আন্দোলন শুরু হলে কেউ বলতে পারবে না যে খালেদা কোন ফর্মূলা দেন নি।এক্ষেত্রে খালেদা নীট আন্ড় ক্লীন থাকলেন,কেউ উনার উপর দুরাবস্থার জন্য দোষারোপ করতে পারবে না। ২) ১৯৯৬ আর ২০০১ এর ২০ উপদেষ্টার অনেকে মারা গেছেন।যারা বেঁচে আছেন তাদের অনেকেই চরম বার্ধক্যে পৌছেছেন।নিয়ম হলো বয়সসীমা ৭০ বছর।এই নিয়মে ১০ জন উপদেষ্টা পাওয়া যাবে কিনা সন্দেহ,তাও আবার উভয় দলের পছন্দের ৫ জন করে।প্যাঁচ ক্যামনে লাগছে বুঝছেন? ৩) সব চাইতে বড় দাবার চালটা খালেদা জিয়া বুদ্ধিমত্তার সাথেই দিয়েছেন।২৪ তারিখ এই সরকারের মেয়াদ শেষ।আওয়ামী লীগকে এই প্রস্তাব যাচাই,বাছাই করে নির্বাঅনের জন্য যাই করতে হবে তা মাত্র ৩ দিনের মধ্যে করতে হবে।যেহেতু সংসদের মেয়াদ মাত্র ৩ দিন আছে।আওয়ামী লীগ কি বিপদে পড়ছে বুঝছেন?উপরে বাঘ,জলে কুমির ৪) খালেদা জিয়া এত প্যাচ দিয়েছেন কারন উনার লক্ষ্য শুধুই আন্দোলন।মূল কথা তিনি হাসিনার অধীনে নির্বাচনে যাবেন না। তাই এত প্যাঁচ দিয়ে আম্বুলীগকে নাকানি-চুবানী খাওয়াচ্ছেন। দাবার চালটা এক কথায় মারাত্মক দিয়েছে খালেদা জিয়া।আম্বুলীগের হাম্বারা ঘাস খাইয়া এখন কি করে তা দেখার বিষয় এখন।
Posted on: Mon, 21 Oct 2013 17:56:15 +0000

Trending Topics



in-left:0px; min-height:30px;"> I changed my cover photo in honor of all the moms (and dads) that

Recently Viewed Topics




© 2015