খালেদা জিয়ার গুলশান - TopicsExpress



          

খালেদা জিয়ার গুলশান কার্যালয় থেকে পুলিশ প্রত্যাহার করা হয়েছে== গতকাল রাত ২:৩০ মিনিটে জল কামান ও অতিরিক্ত পুলিশ সরিয়ে নেওয়া হয়েছে। আজ খালেদা জিয়া জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে যেতে পারেন। এখনি উচিৎ বিএনপির আশে পাশের জনশক্তির সেখানে উপস্থিত হওয়া। শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত করে ফেলা সারা গুলশান এলাকা...!! এই জামায়েত গুলশান পেড়িয়ে আশে পাশেও ছড়িয়ে পড়ে ঢাকার অলি গলিতে ছড়িয়ে পরুক।
Posted on: Mon, 19 Jan 2015 02:54:43 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015