‘খালেদার গায়ে আঁচড় লাগলে - TopicsExpress



          

‘খালেদার গায়ে আঁচড় লাগলে দেশব্যাপী আগুন জ্বলবে’ বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার গায়ে যদি একটি আঁচড় লাগে তবে দেশব্যাপী আগুন জ্বলবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলের নারী সংসদ সদস্য সৈয়দ আশিফা আশরাফি পাপিয়া। রোববার সকাল ১০টার দিকে জাতীয় সংসদ ভবনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। পাপিয়া বলেন, ‘সরকারের গুন্ডারা ও পুলিশ বাহিনী খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রেখেছে। তারা হিটলারের ন্যাৎসী বাহিনীর মতো বর্বর আচারণ চালাচ্ছে। দেশ নেত্রী খালেদা জিয়া গণমানুষের নেত্রী। তার গায়ে যদি একটা আঁচড় পরে দেশব্যাপী আগুন জ্বলবে। এ আগুন ভারতও নেভাতে পারবে না।’ এসময় নারী নেত্রীরা গ্রেপ্তারকৃত সব নেতার মুক্তি দাবি করেন এবং খালেদা জিয়াসহ সব নেতাদের বাড়ি থেকে পুলিশ ও র্যাব প্রত্যাহারের আহ্বান জানান। সমাবেশের আগে বিএনপি নেতৃত্বাধীন টানা ৮৪ ঘণ্টা হরতালের প্রথম দিনে সংসদ ভবন এলাকায় হরতাল সমর্থনে একটি মিছিল বের করেন নারী সংসদ সদস্যরা। মিছিলটি পুলিশের বাধা পেয়ে পুনরায় সংসদ ভবন এলাকায় ফিরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। মিছিলে আরো অংশ নেন সংসদ সদস্য রেহনা আক্তার রানু, নিলুফার ইয়াসমিন মনি এবং শাম্মী আক্তার।
Posted on: Sun, 10 Nov 2013 09:07:17 +0000

Trending Topics



class="sttext" style="margin-left:0px; min-height:30px;"> Bargain Ergotron Tall-User Kit for WorkFit Dual Discount Where

© 2015