খবরঃ ঠাকুরগাঁওয়ে অসময়ে - TopicsExpress



          

খবরঃ ঠাকুরগাঁওয়ে অসময়ে বৃষ্টি! “Some people walk in the rain, others just get wet.” ― Roger Miller বৃষ্টি হঠাতই! প্রাচ্য দিবা ==== আহ্‌, কী যে বৃষ্টি! ভিজে পুরো সঁপসপ; চুল বেয়ে পড়ে জল টপটপ, বলে, এ কী অনাসৃষ্টি! রবি ছিলো উজ্জ্বল হাসিতে, ঝকঝকে সোনালি সকালটা; সাম্পানও ছিলো তুলে পালটা, যবুথবু গোটাচ্ছে কাছিতে! ব্যাগ ছাতা এটাওটা সামলে, বৃষ্টিতে মাড়িয়ে কাদাজল; ফুরফুরে মন হলো বিহ্বল, মেঘ কেন পড়লো হামলে? ঠেলাঠেলি উঠতে গাড়িতে, সব্বাই হলো খুব পেরেশান, সাজগোজ একাকার লবেজান, বাবুবিবি ভিজেভুজে একশা! করলো কী চালকটা বেরসিক, সেও আজ মারে কোপ বুঝে ঝোপ! অপরূপা রূপে যেন হানে তোপ, বৃষ্টির গানটাই চালায় সে ঠিকঠিক! ---------
Posted on: Sat, 10 Jan 2015 09:15:11 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015