খুব বেশি কিছু লিখব না - TopicsExpress



          

খুব বেশি কিছু লিখব না চলচিত্রটি নিয়ে, তবে বেশ ভাল লাগল । যদিও বেশ দেরিতে দেখলাম । শৈশবেই রব নামে এক ইংরেজ তরুনের মা মারা যায় অজ্ঞাত এক রোগে , যা সাইড সিকনেস নামেই বলা হয়েছে । পরবর্তীতে এক ভ্রাম্যমাণ হাতুড়ে চিকিৎসকের সঙ্গী হয় রব । কিন্তু রব হতে চায় একজন ভাল ,বড় চিকিৎসক । আর তখন চিকিৎসা শাস্ত্রের জন্য বিখ্যাত ইস্পাহানের ইবনে সিনার মাদ্রাসা । ইহুদি এবং ইসলাম ধরমালম্বিরা সেই বিখ্যাত মাদ্রাসার ছাত্র হবার সুযোগ পায় । কিন্তু খ্রিস্টানদের সাথে বিবাদ থাকায় সেখানে তারা ছাত্র হতে পারে না । কিন্তু রব যে ইংলিশ খ্রিস্টান । কিন্তু তবুও রব হতে চায় এখন বিখ্যাত হাকিম, সারিয়ে তুলতে চায় মানুষের দুরারোগ্য ব্যাধি । তাই সমস্ত ঝুকি কাধে নিয়ে ঘটনাক্রমে ইহুদি সেজে সে পাড়ি দেয় ইস্পাহানের পথে । তার নতুন নাম হয় জেসি বেনিয়ামিন । বলতে গেলে অনেক কিছুই দেখিয়েছে চলচিত্রটিতে । বিশেষ করে মধ্যযুগীও ধর্মান্ধতা । একনায়ক এবং নিষ্ঠুর শাসক শাহ এর আমলে ধর্মান্ধ মোল্লারা ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়েছিল এবং আধুনিক জ্ঞান বিজ্ঞানের , প্রগতির বিরোধিতা করেছিল তা এই চলচিত্রে প্রতিভাত হয়েছে । বিশেষ করে ইবনে সিনার মাদ্রাসা তাদের কাছে ছিল স্রষ্টা এবং ধর্ম বিরোধীদের এক চারন ভূমি । সাম্প্রদায়িকতা এবং ধর্মান্ধতাকে পুজি করে তারা বিরোধিতা করতে থাকে প্রগতিশীল মানুষদের । জ্ঞানের অন্বেষণে একজন zorostrian ধরমালম্বি মৃত মানুষের দেহ ব্যাবচ্ছেদ করতে গেলে রব শিকারে পরিনত হয় ধর্মান্ধ মোল্লাদের । বিজ্ঞান এবং ধর্মান্ধতার সংঘর্ষ ঘটতে থাকে প্রতিনিয়ত । পাশাপাশি একনায়ক কিন্তু বিজ্ঞান মনস্ক শাহ এর শাসন , তার অসুস্থতা , সেলজুক তুর্কদের আক্রমন , মধ্য যুগে ইহুদিদের মাঝে পাথর ছুড়ে হত্যার মত নিষ্ঠুর প্রথা , মানবদেহের নতুন দিক উন্মোচন, তরুন রবের প্রেম ,বেদনা এবং তার ভাগ্যের পরিনতি অনেক কিছুই দেখতে পাবেন এই চলচিত্রে । সসবমিলিয়ে সুন্দরসময় কাটানোর মত এক চলচিত্র । The Physician (2013) / Der Medicus imdb/title/tt2101473/
Posted on: Sat, 09 Aug 2014 07:22:46 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015