খুব হাসি-খুশি মানুষটাও - TopicsExpress



          

খুব হাসি-খুশি মানুষটাও একসময় নীরব হতে শুরু করে। ধীরে ধীরে সে নীরব মূর্তি হয়ে দাঁড়ায়... যার প্রতিটা কথায় আগে হাসির খই ফুটত, একসময় তার মুখ থেকে ফোটা প্রতিটা বুলি থেকে দুঃখ ঝরতে শুরু করে। তাঁর আশেপাশের মানুষ যখন বিষয়টা বুঝতে পারে ততক্ষনে অনেক দেরি হয়ে যায়। চোখের সামনে হাস্যোজ্জ্বল একজন মানুষের এমন পরিবর্তনে তারা কিছুদিন আফসোস করে। একসময় তাঁরাও ভুলে যায়। আর লোকটা পরে রয় একা....
Posted on: Thu, 02 Oct 2014 04:47:20 +0000

Trending Topics



class="stbody" style="min-height:30px;">
Good morning everyone! We want to welcome all of our new friends,
Had been thinking about things life work and family. Trying to
09/13/2014 Morning: Who passing through the valley of Baca
New Jersey, Philadelphia and Pennsylvania all in a day...got to
THE TEACHINGS OF BISHOP DAVID HILL/THE LORD ELIJAH.PLEASE LISTEN
Better Nigeria wrote: Fellas, It doesn’t need you to have a lot

Recently Viewed Topics




© 2015