খুবই মজার ঘটনা!! না বললেই - TopicsExpress



          

খুবই মজার ঘটনা!! না বললেই নয়!! বরাবরের মতোন আজ এইচ এস সি পরীক্ষার ফলাফল প্রকাশ হচ্ছে। কিন্তু একদম গুটিকয়েক ছেলেপেলে আছে যাদের গোটা কলেজ ধরে জিপিএ ৫ পাবার পরও তারা মরাকান্না জুড়ে বসে আছে। কারন ১০০% জিপিএ ৫ নিয়েও তাদের কলেজ মেধা তালিকার ধারেকাছেও নাই!!! অন্যরা বলবে আরে নিজে জিপিএ ৫ পাইছে তারপরেও কলেজের জন্যে এই কাহিনী করার কি আছে! যত্তোসব ঢং! কিন্তু আমরা জানি যে এই গুটিকয়েক ছেলেপেলে নিজে এ প্লাস পাক না পাক, কলেজের যে কোন খুঁটিনাটি সাফল্য বা ব্যার্থতাকে নিজের বলেই আপন করে নেয়, একাত্ন করে নেয়। হায়রে অভাগা ভাইবোন গুলো আমার! কবে বুঝবা তোমরা!! মির্জাপুর ক্যাডেট কলেজ এবং ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের ভাই বোন গুলা, কেউ যদি নিয়ম বানায় যে সবচেয়ে দূর্বল যে মানুষটা রেসে দৌড়াবে, তাকেই প্রথম পুরস্কার দিতে হবে, তুমি যত যাই করো জিতবানা! এই মেধা তালিকা, হারাজেতা তোমাদের না, তোমাদের রেস এইখানে হচ্ছেনা!!! তোমরা জানো যে তোমরা কারা, তোমরা কি!! You were Born to Stand out, So Dont Try to Blend In!!! Stand out, in pride. জবাব ভর্তি পরীক্ষায় দিবে তোমরা। তোমাদের একেকজনের সাফল্য তখন বিশাল বিশাল বিলবোর্ডে ঝুলবে সারা দেশে। তখন মেধাতালিকা নিয়ে লাফালাফি করা পাবলিক সে বিলবোর্ডের দিকে তাকিয়ে মাথা চুলকাবে। আল্লাহ তোমাদের সহায়। সব ক্যাডেট কলেজে ভাইয়া আপু গুলাকে বলছিঃ আমরা বড় ভাই আপুরা আছি, সবসময় অন্তর থেকে সব দোয়া তোমাদের সাথে আছে। যে কোন সময়, যে কোন প্রয়োজনে আমাদের যে কাউকে আওয়াজ দিবা খালি। বকা যতই দেই, পাঙ্গা যতই লাগাই, আমরা আমরাই তো! এগুলা কেউ বুঝবেনা!! অভিনন্দন ভাই বোন গুলাকে!! YOU HAVE SUCCEEDED TO STAND OUT!!!
Posted on: Wed, 13 Aug 2014 07:30:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015