গৌতম বুদ্ধের পদচিহ্ন : - TopicsExpress



          

গৌতম বুদ্ধের পদচিহ্ন : সুমন পর্বতের চূড়ায় অর্থাৎ শ্রীলংকার শ্রী-পাদ নামে প্রসিদ্ধ পর্বতের চূড়ায়, তথাগত বুদ্ধের পবিত্র শ্রী-পদচিহ্ন (পায়ের ছাপ) রয়েছে। একজন সামর্থ্যবান নীরোগী ব্যক্তির এই পাহাড়ের চূড়ায় আরোহণ করতে সময় লাগে তিন ঘণ্টারও বেশি। হেলিকপ্টর থেকে দৃশ্যায়িত এই ভিডিও চিত্রটি দেখুন এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিন... Sri Pada, this mountain was once visited by the BUddha. A stone at the top of the mountain has marks on it that look footprints. It is the footprints of the Buddha. It is located in a beautiful and fascinating area of the southern Hill Country of Sri Lanka. It is 2243m in height above the sea level and about 27km (16 miles) from bottom to the top by foot or 14.4km(9 miles) by vehicle and 12km (7 miles) by foot to the top of the pointed peak. Since the 11th century the mountain has been a place of pilgrims. King Vijayabahu the 1 and King Nissankamalla of Polonnaruwa both recorded their pilgrimage here. Pilgrimage season begins from the full moon Poya day of December and continues until the Wesak festival in May. At other times the mountain is wet and rains make the trail dangeruose. Thosands of people makes the journey every year. Most of them climb in the night. ☸•●░►স্বাধীন চিন্তা-চেতনা ও মানব কল্যাণে বৌদ্ধধর্ম◄░●•☸ লাখ লাখ বছর ধরে যে চূড়াটি মানুষের কাছে রহস্যময়তার স্বাক্ষর বহন করে চলেছে তার নাম শ্রী-পাদ। এটি শ্রীলঙ্কার দক্ষিণ-পশ্চিম সীমান্তে অবস্থিত। খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ ও মুসলিম এই চার ধর্মের অনুসারীদের কাছে অতি পবিত্র এ চূড়াটি। এই পাহাড়ের চূড়ায় অর্থাৎ সুমন পর্বতের চূড়ায় তথাগত বুদ্ধের পবিত্র শ্রী-পদচিহ্ন (পায়ের ছাপ) রয়েছে। একজন সামর্থ্যবান নীরোগী ব্যক্তির এই পাহারের চূড়া আরোহণ করতে সময় লাগে তিন ঘণ্টারও বেশি। পৃথিবীতে এমন আরও তিন জায়গায় মহাকারুণিক তথাগত বুদ্ধের দুর্লব শ্রী-পদচিহ্ন রয়েছে যেটা আমরা “বুদ্ধ পদচিহ্ন” বন্দনায় দেখতে পায়।
Posted on: Wed, 10 Sep 2014 05:44:28 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015