গীবত হে ঈমানদাগণ, বেশি - TopicsExpress



          

গীবত হে ঈমানদাগণ, বেশি ধারণা ও অনুমান করা থেকে বিরত থাকো কারণ কোন কোন ধারণা ও অনুমান গোনাহ ৷দোষ অন্বেষন করো না ৷আর তোমাদের কেউ যেন কারো গীবত না করে ৷ এমন কেউ কি তোমাদের মধ্যে আছে, যে তার নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? দেখো, তা খেতে তোমাদের ঘৃণা হয় ৷ আল্লাহকে ভয় করো৷ আল্লাহ অধিক পরিমাণে তাওবা কবুলকারী এবং দয়ালু৷ (সূরা হুজরাত -১২) হাদীস শরীফে – নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেনেঃ তোমরা কি জান, গীবত কি? তাঁরা বললেন: আল্লাহ ও তাঁর রাসূলই ভাল জাননে। তিনি বললেন: গীবত হল তোমার ভাইয়ের সর্ম্পকে এমন কছিু আলোচনা করা, যা সে অপছন্দ করবে। প্রশ্ন করা হলঃ আমি যা বলছি তা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে, তাহলে আপনি কি বলেন? তিনি বললনেঃ তুমি তার সর্ম্পকে যা বলছ তা যদি তার মধ্যে থাকে তাহলেই তুমি তার গীবত করলে। আর যদি তা তার মধ্যে না থাকে, তাহলে তুমি তার প্রতি অপবাদ আরোপ করলে। (মুসলমি/ ৬৩৫৭-আবূ হুরাইরা (রাঃ), বুখারী/৫৬১৩, আবূ দাঊদ/১৭৯৯)
Posted on: Fri, 16 Aug 2013 13:43:49 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015