গেমিং গিয়ার রিভিউঃ সিপিউ - TopicsExpress



          

গেমিং গিয়ার রিভিউঃ সিপিউ কুলার( Cooler master Hyper 412 Slim) সবাইকে ঈদ এর অনেক অনেক শুভ কামনা। আশা করি সবার ঈদ এর ছুটি ভালই কাটছে। আমি হতভাগা কম্পিউটার+গেম, পরিবার ফেলে চলে আসলাম কর্মক্ষেত্রে। যাই হক , আমি বরাবরের মতই গেমিং প্রোডাক্ট কালেকসন করতে ভালবাসি। আজ রিভিউ করব Cooler master এর বিখ্যাত সিপিউ কুলার Hyper 412 Slim. এটি মুলত একটি এয়ার কুলার যার রয়েছে ২ টি কুলিং ফ্যান এবং এক্টি হিট সিঙ্ক । ১ টি ফ্যান হিট সিঙ্ক এ বাতাস প্রবেশ করায় অন্ন ১ টি ফ্যান অই বাতাসকেই অপর পাশ দিয়ে বের করে দেয়।এই কুলার এর হিট সিঙ্ক সরাসরি প্রসেসর এর সংস্পর্শের মাধ্যমে প্রসেসরকে রাখে ঠাণ্ডা। এই হল ১ টি সিপিউ কুলার এর বেসিক। যাদের কুলার সম্পর্কে ধারনা কম তারা বিষয় গুলু যেনে রাখেন। অনেক কুলার এ ১ টি মাত্র ফান থাকে। এক এক ব্রান্ড/প্রোডাক্ট এর এক এক কনফিগারেসন। এখন আসা যাক টেকনিক্যাল স্পেসিফি্কেসনে... ১। কোন কোন সকেট এ এই কুয়ার সাপোর্ট করবে :::: Intel- LGA 2011-3 / 2011 / 1366 / 1156 / 1155 / 1150 / 775 Amd: FM2+ / FM2 / FM1 / AM3+ / AM3 / AM2+ / AM2 ২। যে সকল সিপিউ সাপোর্ট করবেঃ Intel: Core™ i7 Extreme / Core™ i7 / Core™ i5 / Core™ i3 / Core™2 Extreme / Core™2 Quad / Core™2 Duo / Pentium / Celeron AMD: FX-Series / A-Series / Phenom™ II X4 / Phenom™ II X3 / Phenom™ II X2 / Phenom™ X4 / Phenom™ X3 / Athlon™ II X4 / Athlon™ II X3 / Athlon™ II X2 / Athlon™ X2 / Athlon™ / Sempron™ ৩। বডি+ কনফিগারেসন টোটাল সাইজঃ 132 x 106 x 160mm (5.2 x 4.2 x 6.3 ইঞ্চি) হিট সিঙ্ক সাইজঃ 128 x 70 x 160 mm (5.0 x 2.8 x 6.3 ইঞ্চি) হিট সিঙ্ক এ ব্বেবহারিত পণ্য ; 4 Direct Contact Heat Pipes / Aluminum Fins হিট সিঙ্ক এর ওজনঃ 538g (1.19 lb) হিট পাইপ এর সাইজঃ ø6mm ফ্যান সাইজ : 120 x 120 x 15mm (4.7 x 4.7 x 0.6 ইঞ্চি) ফ্যান স্পীড : 500 - 1,600 RPM (PWM) ± 10% ফান এয়ার ফ্লঃ 17.4 - 58.4 CFM ± 10% ফান এয়ার প্রেসার; 0.18 - 1.76 mm H2O ± 10% কানেক্টর ; 4-Pin পাওয়ার কঞ্জাম্পশন ; 1.92W আপনি এর বক্স এর সাথে যা যা পাবেনঃ ১। একটি মেনুয়াল। ২। থারমাল পেস্ট ৩। AMD/ INTEL প্ল্যাটফর্ম এ মাউন্ট এর জন্নে Universal bracket ৪। মাউন্তিং কিট ৫। মাউন্তিং এর জন্নে Back plate ৬। ১ টি 4-pin কনভার্টার ৭। L-shape স্ক্রু ড্রাইভার। ইত্যাদি এই সব টেকনিক্যাল স্পেসিফি্কেসন আর কনফিগারেসন আপনি Cooler master এর ওয়েবসাইট/ইউ টিউব এ আর ভাল ভাবে পাবেন। আসল কথা হচ্ছে এক্সপেরিএন্স। আমার প্রসেসর AMD এর। আমার স্টক যে কুলার টা সেটা ৬০০০ rpm এ ঘুরত। আর অনেক noisy ছিল। কিন্তু সে খুব ভাল তাপমাত্রা নিয়ন্ত্রন করত। নরমাল এ 37°c আর গেমিং এর সময় ৫২-৫৮°c থাকত। কিন্তু এখন 412 slim লাগানর পর আমার তাপমাত্রা নরমাল এ ৩১°c আর ফুল লোড( watch dogs, Metro last light, battlefield 4, Ghost) o0 এ ৪০-৪৪°c এর বেশি যায় ই না। Cooler master Hyper 412 Slim কুলার টির দাম পরবে ৪০০০ টাকা। এই দামের মদ্ধে আপনি যেসব সিপিউ কুলার পাবেনঃ ১। cooler master hyper 212 X- ৩০০০ টাকা ২। Thermaltake frio Advanced- ৫৫০০ টাকা ৩। Thermaltake Non-Interference NIC L31CPU Cooler . . .-3500 টাকা এখন লিকুইড কুলার গুলাও খুব জনপ্রিয়। আপনার বাজেট যদি ৯-১০ হাযার টাকা হয় তাহলে আপনি ভাল ভাল লিকুইড কুলার কিনতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ কষ্ট করে রিভিউ টি পরার জন্ন। সবাই ভাল থাকবেন।আর গরুর মাংস খেয়ে দয়া করে কেউ অসুস্থ হবেন না। Happy Gaming- Ahsan Alam
Posted on: Wed, 08 Oct 2014 07:22:23 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015