...গত ঈদে, মালায়শিয়ার এক - TopicsExpress



          

...গত ঈদে, মালায়শিয়ার এক শপিং সেন্টারে ঘুরছি; হঠাৎ বউ বললো, দেখো দেখো জেমস তাকিয়ে দেখি অতি-বেগুনী রং এর পাঞ্জাবি পরে জেমস পান খেতে খেতে শপিং ট্রলি ঠেলছে হম ... হতে পারে... চুলও লম্বা-কোকড়া ... জেমস এর মতই তো লাগে বউ বলল, আহা এটা জেমসই ..কারন একটু আগে কয়েকজন বাঙ্গালিকে দেখলাম উনার সাথে এসে ছবি তুলতে কিন্তু এরে তো আমি আরো স্মার্ট বলে জানতাম ... এরকম লুথাফুথা লাগছে কেন? এটাই এদের চলাচলের স্টাইল ... তার উপর অবকাশে আছে... তুমি বুঝবে না! চলো, হ্যালো বলে.. ছবি তুলে আসি ..চলো ...স্লামালিকুম ... আমরা দুই জনই আপনার গানের এক সময়ের বিশেষ ভক্ত -‘তাই নাকি ..তাই নাকি ... তো আমনেরা আমার কাইল্কের ঈদ আনন্দমেলার কুনসার্টে গেসলাইন ?’ বউ বিড় বিড় করে বললো, Gas-line? আমি ফিসফিস করে বললাম, বীথি, উনি আমাদের নেত্রকোনার কুদ্দুস বয়াতি। আসো ছবি তুলি..আসো ...অসম্ভব কিউট একটা মানুষ তিনি; আচ্ছা ভাল কথা, “তিনি এখন কোথায় আছেন? কেমন আছেন জানেন?” তিনি অর্থ সঙ্কটে পড়ে চিকিৎসার জন্য হাত না পাতা পর্যন্ত অবশ্য আমাদের টনক নড়বে না তার ব্যাপারে... খোঁজ নেয়ার প্রয়োজনও মনে হয় না আমরা জাতিটাই না কেমন জানি হয়ে গেছি আমরা বরং বড় বড় বুলি আউড়াতে পারি যে এরকম বা আব্দুল্লাহ আবু সাইয়িদের মত আলোকিত মানুষ গড়ার কারিগরকে আমরা সম্মান দিতে জানি না... কিন্তু তিনি তো এখনো বেঁচে আছেন। কি করছেন তিনি? জানি আমরা কেউ? ...মরার পর সম্মান দিতে পারার উপর যদি কোনও পুরষ্কার থাকতো, তাহলে আমরা বাঙালি জাতি তা বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রতি বছরই পেতাম
Posted on: Sun, 20 Oct 2013 07:29:38 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015