গত কয়েকদিন ধরে পুলিশের - TopicsExpress



          

গত কয়েকদিন ধরে পুলিশের উচ্চপদস্ত কর্মকর্তা থেকে শুরু করে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের মোবাইল ফোনে হুমকি ও সতর্ক বার্তা পাঠানো হচ্ছে। যারা এসব হুমকি দিচ্ছে তাদের সনাক্ত করতে আইটি বিশেষজ্ঞরা কাজ করছে বলে জানিয়েছে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। গত দুই দিন ধরে জাগ্রত জনতা নামে একটি খুদে বার্তা ঢাক াসহ সfরা দেশের পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে- যাতে লেখা- পুলিশ ভাইয়েরা জনতার পাশে থাকুন, আপনাদের গতি বিধি লক্ষ্য রাখা হচ্ছে। ফোনে এসএমএস, একেরপর এক অপরিচিত নম্বর থেকে ফোনে হুমকি, পরিবারের সদস্যদের মেরে ফেলে দেয়া হবে এমন চিঠিও পাঠানো হচ্ছে বিভিন্ন থানায়। তবে পুলিশের একাধিক কর্মকর্তার সাথে কথ বলে জানা গেছে এসব হুমকি- ধামকিতে মোটেও শঙ্কিত নন তারা। তবে প্রশ্ন হচ্ছে, কারা এ কাজে জড়িত? ঢাকার বাইরেও দেশের বিভিন্ন পুলিশ কর্মতাদেরও এমন হুমকী দেয়া হচ্ছে। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, এসব অপকর্মে পুলিশের মনবল ভাঙবেনা, বরং এতে করে পেশাগত দায়িত্ব আরো বাড়বে। যারা এসব হুমকি দিচ্ছে তাদের সনাক্ত করতে কাজ শুরু করে দিয়েছে গোয়েন্দারা। গত কয়েক মাসের হরতালে আগুন দেয়া হয়েছে পুলিশ ফাড়িতে, হতাহত হয়েছে অনেক পুলিশ সদস্য। হুমকির বিষয়ে পুলিশের সন্দেহের তীর এখন তাদের ওপরই যারা বিগত সময়ে আইন শৃংখলা বাহিনীর ওপর আক্রোমন করেছে।
Posted on: Sat, 26 Oct 2013 21:50:27 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015