গত বছর এস.এস.সি পরীক্ষার - TopicsExpress



          

গত বছর এস.এস.সি পরীক্ষার রেজাল্টের আগের দিন এক ছোট ভাই ফোন দিছে... ছোট ভাইঃ ভাই,পরীক্ষায় ফেইল করব নিশ্চিত কিন্তু সমস্যা হইতেছে এমন সব মানুষ ফোন দিয়ে রেজাল্ট জিজ্ঞেস করে যারা জীবনে কোনদিন ফোন দেয় নাই , এখন কি করি? আমিঃ টেনশন নিস না ... অপরিচিত নাম্বার থেকে ফোন আসলেই বলবি,"মাটির নিচে পুইত্তালামু , আমি ফেইল করছি তর বাপের কি" ছোট ভাইঃ আইচ্ছা ঠিক আছে... পরেরদিন রাত্রে বেলা ওই ছোট ভাই আমারে ফোন দিছে। ছোট ভাইঃ ভাই , তোমার বুদ্ধি ফলো কইরা আমার অবস্থা খারাপ। আমিঃ ক্যান রে ... কি হইছে? ছোট ভাইঃ রেজাল্টের পর অপরিচিত নাম্বার থেকে ফোন আসছে,আমি রিসিভ কইরাই বলছি,"রেজাল্ট জিগাবি না,আমি ফেইল করলে তর বাপের কি... আমিঃ তারপর? ছোট ভাইঃ অপরিচিত নাম্বারের ভদ্রলোক বলল,"আমি তর আব্বা, বাসায় আয় তরে চান্দের দেশে পাঠামু, আইজকা নাক টিপ দিয়া তর দুধ বাইর করমু, হারামজাদা...বাপের লগে মশকরা করস" আমিঃ আঙ্কেল কি তর নাক থেইকা দুধ বাইর করছে? :P ছোট ভাইঃ মশকরা কইর না ... দুধ বাইর হয় নাই কিন্তু কানতে কানতে এখন সর্দি বাইর হইতাছে। ...আগামীকাল যাদের রেজাল্ট তারা সাবধান থাকবেন , রেজাল্ট খারাপ হইলে ভুল জায়গায় গালি ডেলিভারি দিবেন না ,কারন "একটি ভুল বকা , সারা জীবনের কান্না":P
Posted on: Fri, 02 Aug 2013 16:16:21 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015