গত রাতে জিনের গল্পে আমি - TopicsExpress



          

গত রাতে জিনের গল্পে আমি বার বার একটা কথাই বলেছি। জিন সুপার ন্যাচরাল বিলিভ। এম ডি মুরাদ যেভাবে জিনের বর্ননা দিচ্ছিলেন,সেভাবে জিন আছে কিনা বা এভাবে মানুষের কাছে আসে কিনা তা নিয়ে আ্মি সন্দিহান। কিন্তু জিন আদৌ আছে নাকি নাই, সে প্রসংগে আমি যাই ই নি। তারপর ও কিছু বন্ধু ক্ষুব্দ হয়ে আমাকে নানা ভাবে গালমন্দ করেছেন স্ট্যাটাস এ। তাদের উদ্দেশ্য বলছি, সবাই আসুন মনযোগ দিয়ে প্রোগ্রাম শুনি। তাহলে ক্ষোভের জন্ম হবেনা। কারন বহুত গবেষণা করে একে্কটি পর্ব নামানো হয় হ্যালো ৮৯২০ তে। সুতারাং ত্রুটি হবার সম্ভাবনা কম। তারপর ও কোন বিষয় যদি আ্পনার কাছে ত্রুটি যুক্ত মনে হয়, আক্রমনাত্মক কথা না বলে গঠন মুলক সমালোচনা করুন , আমরা অবশ্যই আপনার কথা আমলে নিব। আর,আমি একজন মুসলমান হিসেবে অবশ্যই মনে করি জিন আছে। এটা মনে করি বলেই এই গল্প হ্যালো ৮৯২০ তে এসেছে। কিন্তু ইমাম সাহেব যেভাবে জিনের বর্ননা দিলেন তা আমার বিলিভ হয়নি, উনার বক্তব্য বিলিভ না করলে আশা করি আমি আনাদের কাছে নাস্তিক হয়ে যাবনা। - কথাবন্ধু কিবরিয়া।
Posted on: Thu, 03 Oct 2013 08:14:49 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015