গত সপ্তাহে, গণমৈত্রী - TopicsExpress



          

গত সপ্তাহে, গণমৈত্রী বিশ্ববিদ্যাল রশিয়া এর “Department of Civil Engineering “ এর বিএসসি এবং এমএসসি ইন্জিনিয়ারিং এর ছাত্রছাত্রীরা তাদের ফাইনাল পরীক্ষার শেষ পর্বে “The state examination Board of the Russian people Friendship University” এর সামনে তাদের প্রজেক্ট এবং থিসিস উপস্থাপন করলো। The state examination Board এর একজন সদস্য হিসাবে উপস্থিত ছিলাম। আগামি দিনের ইন্জিনিয়ার হিসাবে ছাত্র-ছাত্রীদের কাজ এবং উপস্থাপনা ভালোই মনে হলো। যাই হোক, সোভিয়েত ইউনিয়ান ভাঙ্গার পর দেশটির সব ক্ষেত্রেই একটা নড়বড়ে অবস্থা ছিল, শিক্ষাক্ষেত্রও এর বাইরে ছিলোনা তবে বর্তমনে আর আগের সেই নড়বড়ে অবস্থা নেই। রাশিয়াতে লেখাপড়ার সুযোগ গ্রহন করুন। ( ছবিতে অন্যদের মাঝে The state examination Board এর সেক্রেটারি উক্ত বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যপক ড. হারুন মাহমুদ একজন বাংলাদেশী)
Posted on: Fri, 27 Jun 2014 19:41:28 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015