গতকাল থেকে আমার UC Browser-এ - TopicsExpress



          

গতকাল থেকে আমার UC Browser-এ নানাবিধ সমস্যা দেখতে পাচ্ছি। আগে Search/Top অপশনে প্রেস করা মাত্রই পেইজের একদম নীচে/উপরে চলে যেতাম অনায়াসে, এখন প্রেস করার পর লোডিংয়ের জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। আগে কোনো ফটো এলবাম দেখার সময় নেক্সট ফটোটা এমনভাবে প্রিপেয়ারড্ থাকতো যে নেক্সট অপশনে ক্লিক করা মাত্রই সেটি দেখতে পেতাম, এখন আর সেই সুবিধাটুকু পাচ্ছি না। পরবর্তী ছবিটা দেখার জন্য এখন ক্লিক করে বসে থাকতে হচ্ছে কিছুক্ষণ, যথারীতি লোডিংয়ের জন্য, যেটা অসম্ভব বিরক্তিকর। আজ সকাল থেকে দেখছি পেইজের কোনো টেক্সট কপি করার অপশনটিও কাজ করছে না, যে অপশনটির কারণে আমি UC Browser সবচেয়ে বেশি পছন্দ করতাম। হঠাত্‍ এসব বালা-মুসিব্বতের কারণ কী? আর সমাধানই বা কী? কারো জানা থাকলে দয়া করে আমাকে জানান।
Posted on: Fri, 05 Jul 2013 04:37:25 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015