গতকাল যখন আমাদের - TopicsExpress



          

গতকাল যখন আমাদের গেটটুগেদার শেষ হয়, তখন ওখানের সবচেয়ে ক্লান্ত মানুষটা ছিলাম আমি এবং সবচেয়ে সুখি মানুষটাও নিশ্চিতভাবেই আমি :) প্রথমবারের মত ২০০৭ ব্যাচের সবাই মিলে গেটটুগেদার হয়। সবাই বলতে সায়েন্স- কমার্স - আর্টস এর সবাই। গেটটুগেদারে মোট আসে ৩০ জন। মেয়েদের মধ্যে: জুটি-মৌসুমি-কেয়া-জান্নাত-মেরি-সোনিয়া-শান্তা-সেতু-লাকি-জল; ছেলেদের মধ্যে: প্রীতম-গীতম-বিকাশ-তুষার-ডালিম-তন্ময়-সাগর-খালেদ-খালিদ-রাসেল-বাধন-রিফাত-সোহাগ-গালিব-রুবেল-কেলভিন-রাজন। গেস্টরা ছিলেনঃ প্রিয়াঙ্কা-কনিকা এবং জুয়েল। ৩০ জন সংখ্যাটা একেবারে কম না। সবাইকে একত্র করার জন্য যারা সত্যিকারের কাজ করেছে তাদেরকে আমার মন থেকে এবং প্রোগামে ধন্যবাদ জানিয়েছি। তবুও আমি খুব শক্তভাবে বিশ্বাস করি যে লেখার মাধ্যমে একটা ধন্যবাদ তারা প্রাপ্য। প্রথমেই Juti র কথা বলতে হয় এবং অবশ্যই Keya র কথা। এরা দুজন অসাধারণ কাজ দেখিয়েছে। সত্যিই কাজের মানুষ। সবসময় শুনতাম (ভাই, রাগ করিস না) জুটি অসাধারনভাবে বকতে পারে, অসাধারনভাবে ঝগড়া করতে পারে। কিন্তু ও যে এত অসাধারনভাবে একটা দায়িত্ত সম্পন্ন করতে পারে - সেটা ওর সাথে কাজ না করলে বুঝতাম না। Tushar এবং Geetom প্রতিবারই দৌড়ঝাঁপ করে এইসব কাজ করে। ভেবেছিলাম এবার ওদের রেস্ট দিব। কিন্তু ওরা দিতে দিল না। ফোন দিয়ে, দেখা করে বারবার আমার ভুল গুলো ধরিয়ে দিয়েছে। Rubel & Calvin has done few magicians Job. Lets keep this between us. Thanks Ashiqur for accompanying me through the hectic days of planning. বদনারে (St) আলাদা একটা ধন্যবাদ জানাই সারাক্ষন খোচাখুচি করে কাজ করার উৎসাহ দিয়েছিল (Reverse psychology :/) এছাড়া সবার প্রতি আমি খুবই কৃতজ্ঞ এই জন্য যে তারা প্রোগ্রামটাকে পুরোটা সময় জীবন্ত করে রেখেছিল। প্রোগ্রামের ছোটখাট ভুলত্রুটি যা ছিল তার জন্য পুরোপুরি ভাবে আমি দায়ী। তবে ওই যে প্রথমে বললাম, আমি প্রোগ্রাম শেষে সবচেয়ে সুখি মানুষ, কারন এইটাই, যে, আমি বিশ্বাস করি প্রোগ্রাম শেষে আমার সুখি হাসিটা আমি অনেকের মুখেই দেখেছি। এবং আমি নিশ্চিত যে আমি চশমা দিয়ে ভুল দেখিনা ! আশা করি পরবর্তীবার থেকে আরও অসাধারন গেট টুগেদার হবে। পরম করুনাময় আমাদের সবাইকে সবসময় সুস্থ রাখুক এবং জীবনে সফল করুক। ধন্যবাদ।
Posted on: Sat, 26 Jul 2014 20:04:12 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015