গতকাল রাতে পীস টিভির - TopicsExpress



          

গতকাল রাতে পীস টিভির আর্থিক সংস্থান কোথা থেকে আসে, এ বিষয়ে বন্ধুদের প্রশ্ন করে একটা পোস্ট দিয়েছিলাম, সেটার উত্তর অনেকেই অনেক ভাবে দিয়েছে। যাই হোক, এ বিষয়ে আরেকটু জানার দরকার আছে: ১) বর্তমান সময়ে পীস টিভির একটি মোবাইল মার্কেটে ছাড়া হয়েছে, তার মানে পিস টিভির মালিকের পক্ষ থেকে আন্তর্জাতিকভাবে পন্য ব্যবসা শুরু হলো। অবশ্যই বড় আর্থিক সঙ্গতি নিয়েই এ ব্যবসায় নামা হয়েছে। ২) বাংলাদেশের স্থানে স্থানে গড়ে উঠছে পীস স্কুল। বর্তমানে এর অনেকগুলো শাখা তাদের কার্যক্রম শুরু করেছে। খুব ভালো কথা। কিন্তু, তাদের কার্যক্রমগুলো আসলে কিভাবে পরিচালিত হচ্ছে সেটা একটু চিন্তার বিষয়। কেননা, পীসস্কুলগুলো যখন শিক্ষক চেয়ে বিজ্ঞপ্তি দেয়, তখন বিজ্ঞপ্তিতে বড় করে খেলা থাকে: Selected candidates will be given more than their current Salary, মানে: নির্বাচিত প্রার্থীরা বর্তমানে যে বেতন পাচ্ছেন (অন্য কোন প্রতিষ্ঠানে) পিস স্কুলে তার থেকে বেশি দেওয়া হবে। বিষয়টা সত্যিই একটু চিন্তার। ৩) কয়েক বছর আগে, ড. জাকির নায়েক খুব শিঘ্রই একটি ব্যাংক খোলার কথা বলেছেন, যেটা শুরু হবে ভারত থেকে এবং অনুমতি পেলে তা গ্লোবাল ব্যাংকে রূপান্তারিত হবে। এখানে যেনে রাখা দরকার গ্লোবাল ব্যাংকগুলোর অ্যাসেট কিন্তু ছোট-খাটো কোন ব্যাপার নয়। যেমন: এ ধরনের ব্যাংক এইচএসবিসি’র সম্পত্তির পরিমাণ ২.৪২ ট্রিলিয়ন ডলার, ফ্রান্সের বিএনপি’র ৩.২ ট্রিলিয়ন ডলার, আরবিএস’র ২.৯৯ ট্রিলিয়ন ডলার, বার্কলে ২,৫৪ ট্রিলিয়ন ডলার। উল্লেখ্য, পুরো মার্কিন যুক্তরাষ্ট্রে সারা বছরে বাজেট হচ্ছে ৩ ট্রিলিয়ন ডলার। goo.gl/USlMCB এখানে স্পষ্ট, একটা বড় কোন ধনী রাষ্ট্রের সাপোর্ট পিসটিভিকে দেয়া হচ্ছে। আমি সেটাই চিন্তা করছি কোন সেই ধনী রাষ্ট্র ???
Posted on: Sat, 13 Dec 2014 09:35:59 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015