গতকাল হোম পেইজে দেখলাম Mr. - TopicsExpress



          

গতকাল হোম পেইজে দেখলাম Mr. Bean নাকি মুসলমান হয়ে গেছে… তিনি এখন, Md. Bean তাও ভালো এই প্রোপাগান্ডাকে পাকাপোক্ত করার জন্য কেউ বলে নাই যে, ‘তিনি আসলে বিখ্যাত নিওরোলজিস্ট দ্বীন মোহাম্মেদের দূর সম্পর্কের আত্মীয়, বিন মোহাম্মদ’ কয়েকদিন আগে দেখলাম, অলিম্পিক রেকর্ড হোল্ডার ‘উসেইন বোল্ট’ নাকি মুসলমান হয়ে গেছেন... মুহতারামের নতুন নাম, “হোসেইন বোল্ট” …এভাবে আর কত দিন? বুঝলাম না, ছোট হাফপ্যান্ট পরা দৌড়বিদকে জোর করে মুসলমান দেখায় লাভটা কি? এমনিতেই তো আমরা মুসলমানেরা বিশ্বে দৌড়ের উপর আছি... এখন এসব করে আমরা কি বুঝাতে চাচ্ছি? এই তো কয়েকদিন আগেই, আমরা বার্মার বিরোধী নেত্রী ‘অং সাং সুচি’ কে ফটোশপে হেজাব পরায়ে, উনি সাচ্চা মুসলমান হয়ে গেছে এরকম খবর ইন্টারনেটে দেদারসে ছেড়ে দিলাম মহাকাশে যেয়ে; একটা খেজুর খেয়ে... খেজুরের বীচিটি মহাকাশে থ্রো করে ভারতীয় বংশোদ্ভূত ‘সুনিতা ইউলিয়াম’ এর ইসলাম গ্রহন এর গপ্প এখনও কিন্তু পেইজে পেইজে চলছে; সুনিতা, নভোযানের ভিতরে একটা পানির বোতল ধরে হাসি মুখে তাকিয়ে আছে আর নিচে ক্যাপশন লেখা যে, “উনি ওই পানির বোতল দিয়েই ওজু করে ইসলাম গ্রহন করে ফেলেছেন”… ‘মারহাবা বলতে চাইলে লাইক মারুন’… আর ‘সুবহানাল্লাহ বলতে চাইলে কমেন্ট প্লিজ’ ...সিরিয়াসলি, এভাবে আর কত দিন??? আগে… নিজে, সঠিক মুসলমান হই, তারপর নাহয় অন্যদের মুসলমানি করা যাবে তা না হলে একদিন; যখন, বিশ্ব মিডিয়া আসলেই এগুলো নিয়ে প্রশ্ন তুলবে তখন আমাদের সত্যি সত্যিই মোহাম্মদ বিনের মতো নড়তে নড়তে, হোসেইন বোল্ট বেগে, দৌড়ে মুখ লুকানো ছাড়া আর কোনও উপায়ই থাকবে নাহ .... [ স্ট্যাটাস লিখেছেন :- Arif R Hossain]
Posted on: Thu, 03 Oct 2013 11:38:31 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015