গতকালকের নাইট ডিউটিতে - TopicsExpress



          

গতকালকের নাইট ডিউটিতে শায়লা আপুর কাছ হ্যান্ড ওভার নিয়ে রোগী রাউন্ড দিয়ে বসেছি মাত্র রুমে। এক রোগীর লোক এসে জানালো তার পাশের বেডের রোগীর অবস্থা খুব খারাপ.. তখন বাজে রাত ১০ টা! গিয়ে দেখি রোগীর প্রচন্ড শ্বাসকষ্ট, বুকে স্টেথো দিতেই পেলাম শুধু পানির শব্দ, বাতাসের শব্দ নেই বললেই চলে..... ব্লাড প্রেসার উঠে গিয়েছে ২৮০/১৪০ এ!! আর সামান্য কিছু অক্সিজেনের জন্য ঘর ঘর করে অনেক কষ্টে শ্বাস নেওয়ার শব্দ তো আছেই। সাথে আছে মাঝে মাঝে গোঙানো শব্দ, রোগী অনেক কষ্টে দম ফেলে ফেলে পড়ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ.... রোগীর অবস্থা দেখে আশে পাশে অন্য রুম থেকেও এসে জোরো হয়েছে লোকজন, পুরোই ভীতিকর এক অবস্থা। আল্লাহর উপর সব কিছু সপে দিয়ে রোগীর ফাইল দেখলাম, Hhypertension with Chronic Kidney Disease with COPD with Pulmonary TB with Biventricular Failure এর রোগী জিজ্ঞেস করে জানলাম রোগী রাতের Anti Hypertensive আর বিকেলের Lasix inj নেয়ই নাই! কার উপর রাগ ঝারবো বুঝলাম না, রোগীর সাথে শুধু তার স্ত্রী, স্বামীর অবস্থা দেখে সেও আধমরা! সাথে সাথে দাদু আর নার্স কে ডেকে ল্যাসিক্স দিলাম ৩ এম্পুল, কটসন ১ এম্পুল! নিজে দাঁড়িয়ে থেকে অক্সিজেন, নেবুলাইজেশন চালু করলাম, ১৫-৩০ মিনিট গেল কোন উন্নতির লক্ষন নেই, না কমে বিপি না কমে শ্বাসকষ্ট! রোগীর যে অবস্থা এতে প্রথম কাজ একসাথে - বিপি কমানো - বুকের পানি কমিয়ে শ্বাস কষ্ট কমানো কিন্তু মরার উপর খাড়ার ঘা COPD আর CKD!! অন্য কোন রুগী হলে ল্যাসিক্স তিন এম্পুল পেয়ে এতক্ষনে প্রস্রাব করে দিত শেষ করে কিন্তু স্র করলো না একবারো, কারণ CKD আবার ভাল কার্যকরী beta blocker ল্যাবেটলল দিয়েও পারা যাচ্ছেনা বিপি কমাতে, কারণ COPD! এদিকে রোগীকে নিয়ে ভয়ে আছি কখন না আবার Stroke বা AMI করে বসে, ৩০ মিনিট পর, ১ ঘন্টা পর তখনো বিপি ২৭০/১০০!! একবার ডা. আদিল ভাই আরেকবার ডা. শায়লা আপুকে ফোন দেই কী করার! অন্ধের শেষ যষ্টির মত আমারো শেষ সম্বল ল্যাসিক্স, রোগীর এ অবস্থায় The Safest. ১১ টার সময় আল্লাহর নাম করে দিলাম ৪ এম্পুল ল্যাসিক্স ২ এম্পুল কটসন। ১১.৩০ এ বিপি কমে ২২০/১০০। শ্বাসকষ্ট আগের মতই। চালাতে থাকলাম হাই ফ্লো অক্সিজেন, নেবুলাইজেশন.... দিলাম আরো ২ এম্পুল ল্যাসিক্স ১২.৩০ টায় বিপি ১৮০/৯০, শ্বাসকষ্টের সামান্য উন্নতি। সিদ্ধান্ত নিলাম বাকি রাত চলুক অক্সিজেন নেবুলাইজেশন। রাত ৩টাএ বিপি ১৫০/৯০, শ্বাসকষ্ট কমেছে অনেক, বুকের ক্রেবসো কমেছে কিছু। এর মধ্যে রুগী প্রস্রাব করেছে দুই বার! আলহামদুলিল্লাহ! ফজরের পরে, ৬ টায় বিপি ১৪০/৯০। শ্বাস কষ্ট নেই আলহামদুলিল্লাহ, রুগী পিছনের দেয়ালে মাথা রেখে দিব্যি ঘুমাচ্ছে আরামে...... বুকের পানি কমেছে অনেকখানি! অবশেষে আমারো মনে হলো ঘুমাতে হবে...... নাইট শেষে সকালে আসার সময়ো দেখি রোগী দিচ্ছে এক শান্তির ঘুম। এখন ডা শায়লা আপু জানালো তার বিপি এখন ১৩০/৮০, শ্বাসকষ্ট নেই। সত্যি এই স্বাভাবিক ভাবে নিশ্বাস প্রশ্বাস, সুস্থ্য থাকা এ যেন বড় এক নিয়ামত আল্লাহর পক্ষ থেকে.... আলহামদুলিল্লাহ! হামদান কাসিরান তায়্যিবান মুবারাকান..... আল্লাহ আমাদের সকলকেই সুস্থ্য রাখুন, আমীন
Posted on: Mon, 26 Jan 2015 13:06:34 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015