গতরাতে আমার Sony Xperia Z ও Nokia-1202 - TopicsExpress



          

গতরাতে আমার Sony Xperia Z ও Nokia-1202 মোবাইল ফোন দুইটা চুরি হয়ে গেছে। রাত একটার সময় ঘুমিয়েছি, তিনটার সময় জেগে দেখি ফোন নাই। সমস্ত বাড়ি পরিদর্শন করে দেখি রান্না ঘরের জানালার গ্রিল বাঁকানো। অন্য ফোন থেকে বেশ কয়েকবার Call দেয়ার পর চোর Receive করে জ্বীনের বাদশা বলে পরিচয় দেয়। আমি বললাম জ্বীন-ই যদি হবেন তাহলে জানালার গ্রিল ভেঙে বাড়িতে ঢুকেছেন কেন, অদৃশ্য হয়ে ঢুকলেই পারতেন। এরপর সে বলে আমার ফোন নাম্বারে 100 টাকা রিচার্জ করে দে, তোর সব মুশকিল আসান হয়ে যাবে। শালার কপাল, প্রতিদিন দ্বিতীয় তলায় দরজা বন্ধ করে ঘুমায়। আর আজকে, প্রথম তলাতে দরজা খুলে ঘুমিয়েছি অমনি চুরি হয়ে গেল। যদিও ছোটবেলা থেকে দরজা খুলে ঘুমানোর অভ্যাস। একেই বুঝি বলে , যেখানেই বাঘের ভয় সেখানেই রাত হয়...
Posted on: Sun, 23 Nov 2014 13:52:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015