গরু কিনসেন ভাল কথা। গরুর - TopicsExpress



          

গরু কিনসেন ভাল কথা। গরুর ছবি ফেসবুকে দিবেন, গরুর সাথে দুই গরু মিলে সেল্ফি তুলবেন, ইদের দিন গরুর মাংস খেতে খেতে ছবি তুলবেন... কোন সমস্যা নাই। কিন্তু ভায়া একটা request... দয়া করে গরু জবাই করার ছবি, রক্তের ছবি, মাংসের ছবি... এগুলো ফেসবুকে দিয়েন না। জিনিসগুলা দেখতে খারাপ লাগে। লোক দেখানোর জন্য নিরিহ প্রানি খামাখা মেরে লাভ নাই, কোরবানি দেয়ার মাহাত্য টা ঠিক রাখবেন। আর এক পার্টি আছেন যারা কোরবানি দেয়ার ঘোর বিরোধী, এটাকে তারা animal rights এর লংঘন মনে করেন। dude...কোরবানি কেনো দেয়া হয় সেটা আগে জানুন, তারপর এটার সমালোচনা করুন। নিজে যখন steak house অথবা cilantro তে বসে গরুর মাংস চাবান তখন animal rights কই যায়? যারা ছুটি পেয়ে বাসায় গেসেন ইদ করতে, তারা ফেরার সময় দয়া করে সাবধানে কর্মস্থল এ ফেরত যাবেন। পিনাক ৬ টাইপ নিউজ দেখতে ভাল্লাগেনা ভাই। আর আমার মতো যারা ইদের দিন ডিউটি করবেন, আসেন ভায়া কোলাকুলি করে কান্দি। :( ইদ মোবারক।।।
Posted on: Sun, 05 Oct 2014 09:09:40 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015