গলা কাটা লাশ উদ্বার - TopicsExpress



          

গলা কাটা লাশ উদ্বার লক্ষ্মীপুর সদর উপজেলার ১ নং উওর হামছাদী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বাসু বাজার এলাকা থেকে গলা কাটা এক ব্যাক্তির লাশ উদ্বার করেছে স্থানীয় জনগন| স্থানীয় সূএ মতে জানা যায় গতকাল রাত্রে তারাবীর নামাজ শেষ করে বাড়ী যাওয়ার পথে জহির মিয়ার মুরগীর ফার্মের নিকট গলাকাটা অবস্থায় পড়ে থাকে| পারিবারীক শত্রুতার কারনে এ হত্যাকান্ড হয়েছে বলে মনে করেন স্থানীয় জনগন | শেষ খবর পাওয়া পর্যন্ত তদন্ত চলছে| পরবর্তী আপডেট এর জন্য লাইক দিন . লাইক দিয়ে পেজে এক্টিব থাকুন | ধন্যবাদ এডমিন. DON
Posted on: Thu, 01 Aug 2013 23:06:04 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015