#গল্পেরছলে_পড়াশোনা - TopicsExpress



          

#গল্পেরছলে_পড়াশোনা (পোস্টঃ ০৬) মানব মস্তিষ্ক সংখ্যা বা তারিখ বেশি মনে রাখতে পারে না। দেখা যাচ্ছে আমাদের বন্ধুদের জন্মতারিখ চলে যাচ্ছে কিন্তু আমরা ভুলে যাই। কোন তারিখ তখনই মনে থাকে যখন ঐ তারিখে বিশেষ কোন ঘটনা ঘটে। যেমন আমরা সবার জন্ম তারিখ ভুলি না কারণ এই দিন যার যার কাছে বিশেষ দিন। আমার সাথে যারা কাছ থেকে মিশেছেন তারা একটা বিষয় হয়ত খেয়াল করবেন আমি তারিখ বা সংখ্যা খুব ভালো মনে রাখতে পারি। কবে কার সাথে দেখা হল? কার জন্মদিন কবে? এই জিনিস মাশাআল্লাহ আমি ভালোই মনে রাখতে পারি। এখন আমি কিভাবে মনে রাখি সেই অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগাভাগি করবো। চাকরির পরীক্ষায় একটি জিনিস প্রায়ই আসে তা হল অমুক সালে কি ঘটেছে বা অমুক লেখক কবে মারা গেছেন ইত্যাদি। এইসব জিনিস আমি যেভাবে পড়তাম ঠিক সেভাবেই বাজারে একটি বই কিছুদিন আগে খুঁজে পেলাম। এই বইটি কিনে ফেলুন। আশা করি উপকৃত হবেন। নিউ দিশারী পাবলিকেশন এর সংখ্যা তত্ব যার মূল্য ৪০ টাকা মাত্র। সংখ্যা তত্ব পড়ার আগে প্রথম যে কাজটি করবেন তা হচ্ছে আপনার জন্মসালে কি কি ঘটেছে বা আপনার জন্ম তারিখে কে কে জন্মগ্রহণ করেছে বা কোন গুরুত্বপূর্ণ ঘটনা আছে কিনা। কারণ চাকরির ভাইভাতে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা স্বাভাবিক। আমি এই তারিখগুলো মনে রাখার জন্য প্রথমে একটি খাতায় সাল বা তারিখগুলো লিখতাম এরপর সেই তারিখ বা সালের সামনে ঘটনাগুলো লিখে মিলিয়ে নিতাম। আর মনে রাখার জন্য ঐ তারিখের সাথে নিজের জীবনের কোন ঘটনার লিঙ্ক- আপ বা মিল খুঁজে বের করতাম যাতে খুব সহজেই মনে থাকে। যেমন- ২০ জুন ২০১০ আমি চ্যানেল আই এর রিয়েলিটি শো ক্যাম্পাস হিরো এর ইয়েস কার্ড পাই। এই তারিখ আমি ভুলি না কারণ ঐ দিন ছিল বিশ্ব বাবা দিবস। এই ঘটনার পর জুন মাসের ৩য় রোববার যে বিশ্ব বাবা দিবস পালিত হয় তা কখনো ভুলতাম না। এভাবে আপনারাও মিল খুঁজে বের করে মনে রাখুন সংখ্যাগুলো। এছাড়াও কথা প্রসঙ্গে যখন কোন সালের কথা চলে আসত তখন স্মৃতির পাতায় চলে যেতাম ঐ সালে কি ঘটেছিল। সালগুলো নিয়ে জাবর কাটুন, আলোচনা করুন দেখবেন আপনার ঠিকই মনে থাকবে। আমি আমার জন্ম সাল ও তারিখের বিশেষ ঘটনাগুলো আপনাদের জানাই। আপনি আপনাদের টা কমেন্টে জানান। তাহলে চলুন জেনে আসি গল্পের ছলে কিছু :) ১৯৮৮: ইসলামকে রাষ্ট্র ধর্ম ঘোষনা করা হয়, বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে যোগদান করে ১০ নভেম্বরঃ মালালা দিবস, নূর হোসেন দিবস। এই দিনে তুরস্কের জনক কামাল আতাতুর্ক জন্মগ্রহণ করেন। আমি জানালাম আমারটা এবার আপনাদের পালা, কমেন্টে জানান :)
Posted on: Sat, 16 Nov 2013 16:21:35 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015