গল্পটা Repost - TopicsExpress



          

গল্পটা Repost করলাম,,, --------------------------------------- Trash Box By.... তিরাজ সেই সকালে একটা বিড়ি খাইছি। আর একটা বিড়িও খাইনাই। Actually বাসায় guest ছিল তাই বিড়ি টানার সুযোগ পাই নাই। খুব বিড়ির তেষ্টা লাগসে। এই মাত্র সন্ধা হইছে। জাহিদ ভাইয়ের দোকান থেকে একটা Gold leaf ধরাইয়া মনের সুখে টানতাছি। আমি যেই গলিতে দাঁড়ায় আছি ওইটা একটু অন্ধকার। বৃস্টি হওয়ার কারণে এইখানে ঐখানে পানি জমে আছে। তখন আনুমানিক ৬৫ কি ৭০ বছরের একজন বৃদ্ধ লোক ঐ গলিতে ঢুকলেন। আমাকে পাস কাটিয়ে উনি সামনে চলে গেলেন। হাঁটার সময় বুঝা যািচ্ছলো যে উনি কিছুটা অসুস্থ। হঠাৎ থপ্‌ করে একটা শব্দ হল। ঘার ফিরিয়ে তাকাতেই দেখি বৃদ্ধ লোকটা পা পিছলে পরে গেছেন। আমি তখন তাড়াতাড়ি করে উনাকে ধরে তুললাম। দেখি উনি হাটতে পারতেছেন না। একটা রিক্সা ডেকে উনাকে নিয়ে উনার বাসায় গেলাম। দরজা খুলতেই যা দেখলাম, আমি আমার নিজের চোখকেই বিশ্বাস করতে পারতেছিলাম না। এত সুন্দর কেউ হতে পারে তা আমার ধারনার বাইরে। সে যেন নীলাভ পাখার হলদে পরী। আমি ভাবলাম ঐ পরীটা মনে হয় ভুল করে তার পাখা দুইটা ফেলে রেখে এসেছে। আমার ইচ্ছা হচ্ছিল ওর পাখা দুইটা খুজে এনে ওর পিঠে লাগিয়ে দেই, যেখান থেকে এসেছে সেখানে ফিরে যাক। কারণ এই পৃথিবীতে ওকে মানায় না। হা করে আমি তাকিয়ে ছিলাম। আমি যে একজন অসুস্থ মানুষ কে নিয়ে আসছি আমার সেইটা মনেই নাই। যেন যুগ যুগ ধরে আমি ওর রুপ সুধা পান করেই যাব। তার কণ্ঠ শুনে আচমকা আমার ধ্যান ভাঙল। আমি তো আবার ফিদা। কথা তো নয় জেন ১০০ নূপুর বাজতেছে। পরী: কি হয়েছে দাদু ভাইয়ের? (উদ্বিগ্ন কণ্ঠে) আমি: উনি পা পিছলে পরে গেছিলেন। পরী: তোমারে কতবার নিষেধ করছি যে একা একা বাইরে যাবেনা!! (কিছুটা রাগ আর আবেগ মিশিয়ে রিনরিনে কণ্ঠে মেয়েটা কথা গুলো বলল। আর আমি শুধু ওর কথা গুলা গিলতেছিলাম।) দাদু: আরে পাগলি সারাদিন বাসায় বসে থাকতে কার ভাল লাগে বল? তোর জহির দাদুর কাছে গেছিলাম। আমার কেমন জেন হাত পা অবশ হইয়া আসতেছিল। এই মেয়ে এক হাসি দিয়া যে কোন পোলারে কুপোকাত করে ফেলতে পারবে। পরী তার দাদু কে নিয়ে ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর সে চা আর বিস্কুট নিয়া আসল। দিয়ে সে ভিতরে চলে গেল। চা খেয়ে আমি বসে আছি মেয়েটা এসে আমাকে বলল... পরী: কি বলে যে আপনাকে ধন্যবাদ দিবো। আপনি না থাকলে আজ দাদু ভাইয়ের আরো বড় কিছু হয়ে যেতে পারত। (আমিও কম যাইনা। সুন্দরি মেয়ের সামনে একটু ভাব নিলাম।) আমি: দেখুন... আমি যেইটা করেছি সেইটা আমার responsibility ছিল। তারপর ওকে বাই বলে চলে আসব ও আমাকে বলল... পরী: আচ্ছা,,, এতক্ষণ কথা বললাম আপনার নামটাইতো জানলাম না। আমি মুচকি হেসে উত্তর দিলাম.... Trash box. আর একটা কথা বলার সুযোগ না দিয়ে আমি ওদের বাসা থেকে বের হয়ে আসলাম। হয়ত তখন Trash box এর ভিতরে আমার নামটা খুজতেসিল। এমনকি আমিও ওর নামটা পর্যন্ত জিজ্ঞেস করিনাই। এর কিছুদিন পর ফেবুতে একটা রিকু আসে। নাম রাতের কাব্য। আর সাথে একটা মেসেজ... আপনার নামটা অনেক কস্টে খুজে পাইছি। আর trash box এ থাকার দরকার নাই।
Posted on: Mon, 01 Dec 2014 06:29:06 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015