গল্পটি আমাদের লিখে - TopicsExpress



          

গল্পটি আমাদের লিখে পাঠিয়েছেন ইমতিয়াজ। গল্পের নামঃঅন্য রকম এক অজানা ভালবাসা(সত্য কাহিনী০ ............................................. তখন ২০০৬ সাল আমি ক্লাস ৯ এ পড়ি । রশিদ স্যার এর কাছে রসায়ন পরতাম, আমার সাথে তার খালাত ভাই মানিক ও পড়ত তখন প্রায়ই তার সাথে আমার দেখা হত। এক দিন হুট করে সে আমার সাথে কথা বলল। তখন আমি মোবাইল ব্যাবহার করলেও ও করত না। একদিন আমার বাসার T&T ফোন একজন অপরিচিতার ফোন আসে পরিচয় জানতে চাইলে ওপার থেকে বলা হয় " শ্যাওড়া গাছের পেত্নি" । যাই হোক খুব মজা পেলাম। তারপর পেত্নির উৎপাত খুব বেরে যায়...... আমিও তার সাথে কথা বলতে শুরু করি। ভালোই লাগত। তারপর আমি সেই পেত্নির পরিচয় উদ্ধার করতে সফল হই। তখন আমার সাথে তার সম্পর্ক শুধুই বন্ধু। জানতে পারি সে ও আমার সহপাঠী। আমাদের s.s.c পরিক্ষা শেষ হয় ২০০৭ সালে আমি ফল প্রকাশের পরে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজএ ভর্তি হই সে নরসিংদীতে থেকে যায়। আমি কলেজ এর হলে মোবাইল ব্যাবহার করতে পারতাম না। মাঝে মাঝে তার সাথে আমার কথা হত। সে যেন আমাকে কিছু বলতে চাইত। এরই মাঝে অনেকটা সময় পার হয়ে যায়। ২০০৮ সালের জানুয়ারি মাসের ০৯ তারিখ। তখন আমি মোবাইল ব্যাবহার করতাম এক প্রকার চুরি করে। সন্ধার দিকে আমার ফোন কল আসে সেই চির চেনা পেত্নি আজ যেন কেমন অচেনা সে ফোনে খুব কাদতেছিল। আমাক বলল একটু পরে তার হলুদ সন্ধ্যা। আমি খুব আনন্দিত হয়ে তাকে বললাম আমাকে আগে কেন বলে নাই তা হলে এসে খুব মজা করতাম। তার কান্নার গতি আর বেরে গেল। এক সময়ে সে আমাকে বলল আমি যাতে তাকে নিয়ে আসি সে আমাকে খুব ভালবাসে। আমি তখন ক্লাস ১১ এর একজন বন্দী ছাত্র। আমার পক্ষে কিছুই করা সম্ভব ছিল না। ২০০৮ সালের জানুয়ারি মাসের ১১ তারিখ তার বিয়ে হয়ে যায়। সেই দিন বাংলাদেশে মইনূদ্দিন ফকরুদ্দীন এর ১/১১ শুরু হয়। তাকে নিয়ে তার বর ইতালিতে চলে যায়। সে ইতালি থেকে আমাকে কল করে বলেছিল আমি যা করেছি তা ঠিক করি নাই। সে আরও বলে সে আর যাই করে করবে তবে সে তার বরের সাথে সে আর থাকবে না। ২০১০ সালের শেষ দিকে সে এক ছেলে সন্তানের মা হয় বাংলাদেশ এ ফিরেও আসে। আমি তখন ভেবেছিলাম ইতালি থেকে কল করে বলা কথা সকল কিছু তার আবেগ ছিল। কিন্তু কিছু দিন আগে তার সেই খালাত ভাই মানিক এর কাছে শুনি মোনা তার স্বামীকে ডিভোর্স দিয়ে দিছে। তার ছেলে এখন তার সাথেই আছে। সে তার কথা রাখতে পেরেছে আমি তার জন্য কিছুই করতে পারলাম না। আমার কি করার আসে তা বুজতেও পারছি না। ----------------------------------------------------------
Posted on: Fri, 28 Jun 2013 17:22:39 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015