গুরুত্বপূর্ণ বাংলা ভাষা - TopicsExpress



          

গুরুত্বপূর্ণ বাংলা ভাষা ও সাহিত্য - (প্রথম অংশ) ১. ‘সাঁঝের মায়া’ কার লেখা? উ. সুফিয়া কামাল। ২. ‘নকশী কাঁথার মাঠ’-এর লেখক কে? উ. জসীমউদদীন। ৩. ‘সংশপ্তম’ কার রচনা? উ. শহীদুল্লাহ কায়সার। ৪. ‘মানচিত্র’ নাটক কে রচনা করেন? উ. আনিস চৌধুরী। ৫. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলি’-এর ইংরেজি অনুবাদ কে করেন? উ. W. B. Yeats ৬. মুনীর চৌধুরীর ‘মুখরা রমণী বশীকরণ’ কার লেখার অনুবাদ? উ. William Shakespeare. ৭. ‘নন্দিনী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন লেখার প্রধান চরিত্র? উ. রক্তকরবী। ৮. বিজ্ঞান বিষয়ের প্রবন্ধ এবং শিশু সাহিত্যের সাথে যে নামটি জড়িত? উ. আবদুল্লাহ আল মুতি শরফুদ্দিন। ৯. ‘নামাজ’ শব্দটি যে ভাষা থেকে আগত? উ. ফারসি। ১০. রিকশা শব্দটি যে ভাষা থেকে আগত? উ. জাপানি। ১১. যে ভাষা পরিবর্তনশীল? উ. চলতি। ১২. বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র কে? উ. শ্রীকান্ত। ණ লাইক »»» কমেন্ট »»» শেয়ার
Posted on: Wed, 24 Dec 2014 08:30:18 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015